For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোয়াটসঅ্যাপ গ্রুপের অতিরিক্ত মেসেজ থেকে এবার সহজেই মুক্তি পান

হোয়াটসঅ্যাপ গ্রুপের অতিরিক্ত মেসেজ থেকে এবার সহজেই মুক্তি পান

  • |
Google Oneindia Bengali News

একাধিক হোয়াটসঅ্যাপের গ্রুপের অগুনতি মেসেজে ক্রমেই জেরবার হচ্ছেন আপনি ? যে কেউ ইচ্ছেমতো হোয়াটসঅ্যাপে আপনাকে একটি নতুন গ্রুপে অ্যাড করে দিচ্ছে, আর তারপর আপনার ফোনে সেই গ্রুপ থেকে অনবরত ঢুকছে একের পর এক মেসেজ। প্রচন্ড বিরক্ত হয়ে কখনও গ্রুপ গুলি মিউট করে দিচ্ছেন, কিন্তু তারপরেও নোটিফিকেশন এসেই যাচ্ছে! আর এইসব গ্রুপের অসংখ্য মেসেজের ভিড়ে আপনার গুরুত্বপূর্ণ মেসেজ গুলি খুঁজে পেতে কী বেগ হচ্ছে আপনাকে ? এবার এই সমস্যার মুশকিল আসান হোয়াটসঅ্যাপের।

হোয়াটসঅ্যাপ গ্রুপের অতিরিক্ত মেসেজ থেকে এবার সহজেই মুক্তি পান


এবার এই সমস্যা থেকে মুক্তির পথ বাতালালো হোয়াটসঅ্যাপই। বিগত আপডেটের পর এন্ড্রোয়েড ব্যবহারকারীরা অবশ্য এই ধরণের সমস্যা থেকে কিছুটা মুক্তি পেলেও আইওএস ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সমস্যা এখনও রয়েই গেছে। বর্তমানে এই সমস্যা থেকেই আপনাকে রেহাই দিতে আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে একটি নতুন আপডেট।

আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ভার্সন ২.১৯.১১০-এ এবার থেকে কোনও ব্যক্তিকে অথবা কোনও গ্রুপ মিউট করলে আপনার ফোনে আর কোনও নোটিফিকেশন আসবেনা। ৭৮ এমবি-র এই নতুন আপডেটটির মধ্যে আরও অনেক বেশ কিছু আধুনিক ফিচারের সংযুক্তিককরণ করা হয়েছে বলেও সূত্রের খবর।


এন্ড্রয়েডের ২.১৯.২৯৮ ভার্সন এবং আইওএস এর ২.১৯.১১০.২০ ভার্সনে গ্রুপের

গোপনীয়তার বিষয়েও অনেক নতুন বৈশিষ্ট যুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ খুললে প্রথমে সেটিংস তারপর একাউন্ট সেকশন তারপর পরবর্তীতে প্রাইভেসি অপশন থেকে গ্রুপে গিয়ে আপনি আপনার নির্বাচিত গ্রুপগুলির জন্য প্রাইভেসি সেটিংস পরিবর্তন করতে পারবেন।

গোপনীয়তা রক্ষার্থে কী কী রয়েছে এই নতুন ফিচারে...


এভরিওয়ান : আপনার ব্যক্তিগত চ্যাটে আপনার কোনও রকম অনুমতি না নিয়ে যে কেউ আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে সহজেই যুক্ত করতে পারবে।


মাই কন্টাক্টস-কেবলমাত্র আপনার পরিচিতি তালিকার লোকেরাই আপনাকে কোনও গ্রুপে যুক্ত করতে পারবে। তার বাইরে কেউ আপনাকে কোনও রকম গ্রূপে যুক্ত করতে পারবেনা। তবে ব্যক্তিগত ভাবে আপনার পরিচিতি তালিকায় নেই এমন মানুষের কাছ থেকে গ্রূপে যোগদানের জন্য আমন্ত্রণ পেতে পারবেন।


নোবডি - এই বৈশিষ্ট্যের মাধ্যমে আপনি সমস্ত রকম গ্রূপে যোগদান থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। আপনার অনুমতি ব্যাতিত আপনার পরিচিত/অপরিচিত কেউই আপনাকে কোনও গ্রুপে যুক্ত করতে পারবেন না।

English summary
New WhatsApp updates to protect privacy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X