For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীরবে আরও কেলেঙ্কারি! শুল্ক ফাঁকির অভিযোগে নীরব মোদীর নামে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা

শুল্ক বিভাগের কর ফাঁকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ডাইরেক্টরেট অব রেভেন্য়ু ইন্টেলিজেন্স বা ডিআরআই।

Google Oneindia Bengali News

আরও বিপাকে পড়ল নীরব মোদী। এবার শুল্ক বিভাগের কর ফাঁকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ডাইরেক্টরেট অব রেভেন্য়ু ইন্টেলিজেন্স বা ডিআরআই। ২০১৪ সালে শুল্ক মূল্য ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া ছয়টি চালানের সঙ্গে তারা নীরব মোদী পরিচালিত তিনটি সংস্থার যোগ পেয়েছে।

নীরব মোদীর নামে গ্রেপ্তারি পরোয়ানা

মুম্বাইয়ের সাহার এয়ার কার্গোতে একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল। তাতে কাটা ও পালিশ করা হিরে ও মুক্তো ছিল। সেগুলি হংকং ও দুবাইতে নিয়ে যাওয়া হচ্ছিল। ছয়টি চালানের মোট মূল্য ছিল ৪৩.১০ কোটি টাকা। কিন্তু শুল্ক বিভাগের কর্মীদের সঙ্গে যোগসাজসে সেই চালানের মূল্যই দেখানো হয়েছিল মাত্র ৪.৯৩ কোটি টাকা।

তদন্তে, ডিআরআই জেনেছে নীরব মোদী গোষ্ঠীর তিনটি সংস্থা - ফায়ারস্টার আন্তর্জাতিক প্রাইভেট লিমিটেড (এফআইপিএল), ফায়ারস্টার ডায়মন্ড ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড (এফডিআইপিএল) এবং রাদাশির জুয়েলারী কোম্পানি প্রাইভেট লিমিটেড (আরজেসিপিএল) এই শুল্ক ফাঁকি দেওয়াতে জড়িত।

এই তিনটি ইউনিট সুরাতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত। তবে কেবল ওই একবারই নয়, দীর্ঘদিন ধরেই শুল্ক-কর ফাঁকি দিয়েছে সংস্থাগুলি। এর মোট পরিমাণ ১,২০৫ কোটি টাকা। এ'বছরের মার্চ মাস থেকে নীরব মোদীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ডিআরআই।

English summary
Directorate of Revenue Intelligence (DRI) has now issued an arrest warrant against the businessman over evasion of customs duty.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X