For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোশীমঠের আতঙ্ক জম্মু-কাশ্মীরেও! 'ডুবন্ত' ডোডাতে একাধিক বাড়ি-স্কুলে ফাটল

ক্রমশ ডুবে যাচ্ছে জোশীমঠ সহ গোটা এলাকা। ইসরোর স্যাটেলাইটেও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আতঙ্কিত মানুষ। এবার সেই আতঙ্কই ধরা পড়ল জম্মু-কাশ্মীরে।

  • |
Google Oneindia Bengali News

এখনও টাটকা উত্তরাখণ্ডের জোশীমঠ এবং কর্ণপ্রয়াগের ঘটনা! সেখানে নতুন করে ফের একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে। যা নিয়ে নতুন করে আশঙ্কা এবং আতঙ্ক দুটোই তৈরি হয়েছে। আর এর মধ্যেই ডোডা (Doda) জেলার একাধিক বাড়িতে ফাটল। জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা একটি।

আর সেখানের একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। আর তা নিয়েই আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে এলাকার মানুষের মধ্যে।

ব্যাপক ভাবে ফাটল দেখা গিয়েছে

ব্যাপক ভাবে ফাটল দেখা গিয়েছে

জানা যাচ্ছে, ডোডা জেলার থাথরি পৌরসভার নয়ি বস্তি এলাকাতে একাধিক বাড়ি রয়েছে। আর মধ্যেই অন্তত ৯টি বাড়িতে ব্যাপক ভাবে ফাটল দেখা গিয়েছে বলে খবর। বাড়ির দেওয়াল থেকে শুরু করে মেঝে পর্যন্ত ফেটে গিয়েছে। অন্যান্য বাড়িগুলিও খুব একটা নিরাপদ নয় বলে খবর। আর এরপরেই আশঙ্কা তৈরি হয়। মানুষজন আতঙ্কে রাস্তায় নেমে আসেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের আধিকারিকরা। এমনকি গিয়েছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিরাও। রয়েছেন অন্যান্য ভূবিজ্ঞানীরাও।

ওই এলাকাও 'ডুবে' যাচ্ছে বলে অনুমান।

ওই এলাকাও 'ডুবে' যাচ্ছে বলে অনুমান।

মূলত কেন ওই এলাকাতে একের পর এক বাড়িতে ফাটল তা সরজমিনে পরীক্ষা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ডোডার মহকুমাশাসক আতহার আমিন জারগার সবরকম ভাবে মানুষকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, ডিসেম্বর থেকেই এই ফাটল দেখা গিয়েছে ওই এলাকাতে। সম্প্রতি পরিস্থিতি জটিল হয়েছে। শীঘ্রই এই বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহকুমাশাসক। তবে তিনি জানিয়েছেন, এলাকার অবস্থায় যোশীমঠের মতো ব্যাখ্যা করছেন। ওই এলাকাও 'ডুবে' যাচ্ছে বলে অনুমান।

বিপজ্জনক ঘোষণা করা হয়েছে

বিপজ্জনক ঘোষণা করা হয়েছে

তবে ওই এলাকাকে ইতিমধ্যে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে। আর এরপরেই মানুষজনকে সরানোর কাজ শুরু হয়েছে বলে খবর। এলাকার অন্তত ২০ টিরও বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে মনে করা হচ্ছে, গোটা এলাকাজুড়ে এলাধিক নির্মান কাজ চলছে। তৈরি হচ্ছে বড় রাস্তা। আর এজন্যে বড়বড় জন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে। আর সেই সমস্ত কারণেই মাটির নীচে ব্যাপক ভাবে ক্ষতি হচ্ছে। আর সেই কারণেই গোটা এলাকা ধীরে ধীরে 'তলিয়ে' যাচ্ছে বলে অনুমান বিশেষজ্ঞদের। তবে শুধু ডোডা এলাকাতেই নয়, কিশতওয়ার, রামবান, রাজৌরি, পুঞ্চ সহ জম্মু-কাশ্মীরের একাধিক জেলাতে প্রশাসনের তরফে নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

English summary
now crack found in Jammu and Kashmir, one house collapses
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X