For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সমালোচনা করতে গিয়ে নিজের দল কংগ্রেসের গোলেই বল ঢোকালেন আহমেদ প্যাটেল

কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল নিজের দলের বিরুদ্ধেই আত্মঘাতী গোল করে বসলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

সলমন খুরশিদ অথবা রেণুকা চৌধুরী যা করেছিলেন, কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ঠিক একই কাজ করলেন। নিজের দলের বিরুদ্ধেই আত্মঘাতী গোল করে বসলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করতে গিয়ে নিজের দলকেই অস্বস্তিতে ফেললেন।

মোদীর সমালোচনা করতে গিয়ে নিজের দল কংগ্রেসের গোলেই বল ঢোকালেন আহমেদ প্যাটেল

খাদ্যশস্যের কম দাম নিয়ে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেন আহমেদ প্যাটেল। সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিবের ব্যাখ্যা এভাবে খাদ্যশস্যের দাম কমা খুব আশঙ্কার। ২০১৪ সালের পর থেকেই এই অবস্থা চলছে যাকে কৃষির বিপন্নতা বলে ব্যাখ্যা করেছেন প্যাটেল।

তিনি বলেছেন, কৃষকদের নিম্নগামী মুদ্রাস্ফীতির মাসুল দিতে হচ্ছে। গত চারবছরে দাম বেড়েছে মাত্র ৩.৬ শতাংশ হারে। যা ফলে কৃষকরা মার খাচ্ছেন বলেও বোঝানোর চেষ্টা করেছেন প্যাটেল।

বিজেপি এই সোনার সুয়োগ ছাড়েনি। আহমেদ প্যাটেলের পিঠ চাপড়ে দিয়েছে। মোদী সরকার যে গত চারবছরে খাদ্যশস্যের দাম বাড়তে দেয়নি তা স্বীকার করার জন্য বিজেপি উল্টে কংগ্রেস নেতার প্রশংসা করেছে। বিজেপি মন্ত্রী জয়ন্ত সিনহা নিজে টুইট করে প্যাটেলকে ধন্যবাদ জানিয়েছেন এই সত্য স্বীকার করে নেওয়ার জন্য।

এর আগে কংগ্রেস নেতা সলমন খুরশিদ মন্তব্য করেন, মুসলমানদের রক্ত কংগ্রেসীদের হাতে লেগে রয়েছে বলে। কংগ্রেস আমলে সারা দেশে নানা অত্যাচারের ঘটনা নিয়ে এই মন্তব্য করেছেন খুরশিদ। কংগ্রেস এই বক্তব্যের সঙ্গে সহমত না হলেও খুরশিদ জানিয়েছেন তিনি তাঁর বক্তব্যে অটল।

অন্যদিকে রেণুকা চৌধুরীও বলিউডে কাস্টিং কাউচ প্রসঙ্গে বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন। বলেন, সংসদেও কাস্টিং কাউচের সমস্যা নেই এমনটা ভাবার কোনও কারণ নেই। সমাজের সব জায়গার মতো সংসদেও যৌন হেনস্থার ঘটনা অস্বাভাবিক নয়। এই মন্তব্য নিয়েও কংগ্রেস দল অস্বস্তিতে পড়েছে। তারপরে সলমন খুরশিদ ও এবার আহমেদ প্যাটেলের মন্তব্য কংগ্রেসের অস্বস্তি বাড়াল বই কমাল না।

English summary
Ahmed Patel practically scored a self-goal while lashing out at the Narendra Modi government over low prices of foodgrains
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X