For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলের পর এবার বরুণদেবের রোষে যোগী-রাজ্য, মেঘভাঙা বৃষ্টিতে ভাসছে ১৬ জেলা

প্রবল বর্ষণে ভেসে গিয়েছে কেরল, মৃত্যু ছাড়িয়েছে ৪০০। ‘ভগবানের দেশ’ কেরলের পর এবার বরুণদেবের রোষে পড়েছে খোদ যোগী-রাজ্য।

  • |
Google Oneindia Bengali News

প্রবল বর্ষণে ভেসে গিয়েছে কেরল, মৃত্যু ছাড়িয়েছে ৪০০। 'ভগবানের দেশ' কেরলের পর এবার বরুণদেবের রোষে পড়েছে খোদ যোগী-রাজ্য। বৃষ্টির দাপটে উত্তরপ্রদেশের ১৬টি জেলা চলে গিয়েছে জলের তলায়। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৬। ক্ষতিগ্রস্থ হয়েযে প্রায় ৫০০ বাড়ি। এখনই আবহাওয়ার উন্নতির কোনও সম্ভাবনা নেই। ফলে উত্তরপ্রদেশের অবস্থাও কেরলের মতো হতে পারে বলে আশঙ্কা।

কেরলের পর এবার বরুণদেবের রোষে যোগী-রাজ্য, মেঘভাঙা বৃষ্টিতে ভাসছে ১৬ জেলা

ইতিমধ্যেই উদ্ধারকার্যে নামানো হয়েছে সেনাবাহিনীকে। বায়ুসেনাকে নামিয়ে দুর্গম এলাকা থেকে বন্যাদুর্গত মানুষদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে। ললিতপুর-ঝাঁসি থেকে উদ্ধার করা হয়েছে আটকে পড়া ২০ জনকে। প্রশাসন জানিয়েছে, সীতাপুর জেলায় তিনজন, আমেথি ও ওউরাইয়ে চারজনের মৃত্যু হয়েছে। সবথেকে খারাপ অবস্থা শাহজানপুরে। এই জেলায় গত ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে ছ-জনের। আবহাওয়ার পরিস্থিতি যা, তাতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

কেরলের বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। তারই মধ্যে উত্তরপ্রদেশ ডুবতে চলছে ভয়াবহ বন্যায়। একটানা ভারী বর্ষণের কোপে পড়ে জেলার পর জেলা জলমগ্ন হয়ে পড়ছে। শুধু জলের তোড়ে ভেসে গিয়েই নয়, বজ্রপাতেও মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। অনেক মৎস্যজাবী দ্বীপপুঞ্জে আটকে পড়েছেন, তাঁদেরকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে বায়ুসেনা। ৮জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। বায়ুসেনার পাশাপাশি নামানো হয়েছে এনডিআরএফও।

English summary
Now 16 district of Uttar Pradesh has flooded after Kerala. 16 are died already during terrific flood in UP. Rain is continuous in there, so flood situation can deteriorate,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X