For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের এবার নোভাভ্যাক্স! জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য আবেদন জানাল সিরাম ইনস্টিটিউট

ভারতে খুব শীঘ্রই বেশ কয়েকটি নতুন ভ্যাকসিন আসবে। আজই আমেরিকার নোভাভ্যাক্স ভ্যাকসিন জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য আবেদন জানাল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। শুক্রবার সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের কাছে এই আবেদন জা

  • |
Google Oneindia Bengali News

ভারতে খুব শীঘ্রই বেশ কয়েকটি নতুন ভ্যাকসিন আসবে। আজই আমেরিকার নোভাভ্যাক্স ভ্যাকসিন জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য আবেদন জানাল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। শুক্রবার সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের কাছে এই আবেদন জানানো হয়েছে। আমেরিকার সংস্থার ভ্যাকসিন নোভাভ্যাক্সের সঙ্গে সিরাম ইনস্টিটিউটেের চুক্তি হয়েছে।

ভারতের এবার নোভাভ্যাক্স!

বর্তমানে এই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোভিশিল্ড তৈরি করছে, এবার তৈরি হবে নোভাভ্যাক্স। ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে বিশ্ব জুড়ে। আমেরিকার নোভাভ্যাক্স তারই ফল। দুই ডোজের এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

তবে এটি বাজারের অন্যান্য ভ্যাকসিনের তুলনায় কিছু আলাদা পদ্ধতিতে তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। গত জুন মাসেই জানা যায় যে, নোভাভ্যাক্স ৯০ শতাংশ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে। এটি উপসর্গযুক্ত করোনা থেকে রক্ষা করে। আমেরিকা ও মেক্সিকোতে ৩০,০০০ রোগী নিয়ে এই পরীক্ষা করা হয়েছে। যতগুলি ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে, তার সবকটির ক্ষেত্রেই এটি কার্যকত।

পার্শ্বপ্রতিক্রিয়াও খুব কম বলে জানা গিয়েছে। ডেল্টা থেকে বাঁচাতে দুটি ডোজ দেওয়ার পর দেওয়া হবে বুস্টার শট। তবেই ডেল্টার বিরুদ্ধে আ্যান্টিবডি তৈরি হবে বলে জানা গিয়েছে। এই ভ্যাকসিন নিয়ে ইউকে-তে আরও গবেষণা হচ্ছে। ইন্দোনেশিয়ায় এই ভ্যাকসিন কাজ করছে বলে জানা গিয়েছে। সে দেশে চিনের তৈরি ভ্যাকসিন দেওয়ার পর বুস্টার হিসেবে নোভাভ্যাক্স দেওয়া হয়েছে।

শুক্রবার এই প্রসঙ্গে সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা বলেন, তাঁর আশা অক্টোবরে এই ভ্যাকসিন প্রাপ্তবয়স্কদের দেওয়া হবে। পরে শিশুদের দেওয়া হবে ২০২২-এর শুরুতে। সেরামকে সমর্থন করার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। চাহিদা মেটাতে কোভিশিল্ডের উৎপাদন বাড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আজ, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন আদর পুনাওয়ালা। ৩০ মিনিট ধরে কথা হয় দু'জনের।

পুনাওয়ালা বলেন, 'সরকার আমাদের সহযোগিতা করছে তাই আমাদের আর্থিক কোনও অসুবিধা হচ্ছে না। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ।' উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে দুটি ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। কোভ্যাক্সিন, কোভিশিল্ড নিয়ে কাজ চলছে।

তবে ভারতে খুব শীঘ্রই বেশ কয়েকটি নতুন ভ্যাকসিন আসবে। ভারতের জনসংখ্যার নিরিখে আর আরো দ্রুত হারে ও আরো বেশি করে টিকাকরণের প্রয়োজনীয়তার কথা বারবার বলছেন বিশেষজ্ঞরা। এরইমধ্যে আসার খবর। অক্টোবরেই ভারতে আসছে আরো 4 টি নতুন নতুন ভ্যাকসিন।

এছাড়াও গত সেপ্টেম্বরের মধ্যে পুরনো ভ্যাকসিনের নোট 45 কোটি দজ সরকারের হাতে আসবে বলে অনুমান করা হচ্ছে। একইসঙ্গে ভারত বায়োটেক এর কোন ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাবে বলেও আশা করছে কেন্দ্র। কেন্দ্রের দাবি সব ক্রাইটেরিয়া টেই উত্তীর্ণ হয়েছে গো ব্যাক সিন সম্ভবত 15 আগস্টের পর মিলবে অনুমোদন।

English summary
Novavax will come to India, SII applied for emergency use in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X