For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছাড়তে হবে তাঁর বাসভবন! জগন-প্রদেশে নোটিস ঘিরে উত্তাল

অন্ধ্রপ্রদেশে সরকারে আসতেই জগন্মোহন রেড্ডির একের পর এক সিদ্ধান্ত ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে ।

Google Oneindia Bengali News

অন্ধ্রপ্রদেশে সরকারে আসতেই জগন্মোহন রেড্ডির একের পর এক সিদ্ধান্ত ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে । তখতে বসেই তেলুগু নেতা তথা ওয়াই এসআর কংগ্রেসের সুপ্রিমো জগন্মোহন রেড্ডি , সেই রাজ্যেপ প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে তাঁর বাসভবন ছাড়ার নির্দেশ দেন। আর এই ঘটনা ঘিরেই রীতিমতো তোলপাড় গোটা অন্ধ্রপ্রদেশ।

নোটিসে যা জানানো হয়েছে..

নোটিসে যা জানানো হয়েছে..

বর্তমানে যে বাড়িতে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকেন, সেই বাড়ি অর্থাৎ অমরাবতীর 'কৃষ্ণা রিভারসাইড রেসিডেন্স' অবৈধ বলে দাবি করা হয়েছে বর্তমান জগন সরকারের পাঠানো নোটিসে। পাশাপাশি নোটিস জানিয়ে দিয়েছে, যত দ্রুত সম্ভব এই বাড়ি খালি করে দিতে হবে।

গুঁড়িয়ে দেওয়া হবে বাড়ি

গুঁড়িয়ে দেওয়া হবে বাড়ি

নোটিসে জানানো হয়েছে, সেই বাড়ি যেহেতু অবৈধভাবে তৈরি হয়েছিল, তাই তা গুঁড়িয়ে দেওয়া হবে। আর সেই জন্যই বাড়িটি প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ছাড়তে হবে। এই মর্মেই নোটিস পাঠানো হয়েছে।

চন্দ্রের ওপর জগনের কোপ-দৃষ্টি!

চন্দ্রের ওপর জগনের কোপ-দৃষ্টি!

অন্ধ্রপ্রদেশে জগন বনাম চন্দ্রবাবু যুদ্ধে আক্রমণ পাল্টা আক্রমণ তুঙ্গে রয়েছে সেখানের রাজনৈতিক পরিস্থিতি। এর আগে, চন্দ্রবাবুর নির্মিত সরকারি ভবন 'প্রজা ভেদিকা' ভেঙে দেওয়ারও নোটিস পাঠিয়েছে জগন সরকার। প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমননত্রীর বাসভবন খালি করা নিয়ে একাধিক ঘটনার উদাহরণ এর আগে দেখা গিয়েছে গোবলয়ের রাজনীতিতে। তবে দক্ষিণের রাজনীতিতে তা আরও উস্কে দিলেন ওয়াই এসআর পুত্র জগন্মোহন রেড্ডি।

[আরও পড়ুন:আচরণ সংযত করার পরামর্শ মমতা অ্যান্ড কোং-কে! কৌশলী প্রশান্তের নয়া কৌশল ][আরও পড়ুন:আচরণ সংযত করার পরামর্শ মমতা অ্যান্ড কোং-কে! কৌশলী প্রশান্তের নয়া কৌশল ]

[আরও পড়ুন: কেদারনাথে ফের অশনি সংকেত! দেবভূমিতে কেন ঘনিয়ে আসতে পারে দুর্যোগ, জবাব দিল স্যাটেলাইট][আরও পড়ুন: কেদারনাথে ফের অশনি সংকেত! দেবভূমিতে কেন ঘনিয়ে আসতে পারে দুর্যোগ, জবাব দিল স্যাটেলাইট]

English summary
Notice Served to Ex-Andra Pradesh CM Chandrababu Naidu to Vacate Official Residence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X