For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোপনেই কি সারা হয়েছে সভাপতি নিয়োগ! দলের সিদ্ধান্ত নিয়ে জল্পনা কংগ্রেসে

রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিয়েছেন। তারপর থেকে অন্তবর্তী সভাপতি কিংবা সভাপতি পদে কাউকে বসানোর খবর অন্তত পাওয়া যায়নি। তবে এরই মধ্যে কংগ্রেসের একটি বিজ্ঞপ্তি ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিয়েছেন। তারপর থেকে অন্তবর্তী সভাপতি কিংবা সভাপতি পদে কাউকে বসানোর খবর অন্তত পাওয়া যায়নি। তবে এরই মধ্যে কংগ্রেসের একটি বিজ্ঞপ্তি ঘিরে জল্পনা তৈরি হয়েছে। লোকসভার প্রাক্তন সদস্য একনাথ গাইকোয়াডকে মুম্বই কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিয়োগ করেছেন কংগ্রেস সভাপতি। প্রশ্ন উঠছে তাহলে কংগ্রেস সভাপতি কে?

 কংগ্রেসের প্রকাশিত বিজ্ঞপ্তি

কংগ্রেসের প্রকাশিত বিজ্ঞপ্তি

এআইসিসির সাধারণ সম্পাদক(সংগঠন) কেসি বেনুগোপালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি শুক্রবার প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, লোকসভার প্রাক্তন সদস্য একনাথ গাইকোয়াডকে মুম্বই কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি পদে নিয়োগ করা হয়েছে।

 রাহুলের পদত্যাগ

রাহুলের পদত্যাগ

গত লোকসভা নির্বাচনে পরাজয়ে বিপর্যস্ত হওয়ার পর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। দলের বিশিষ্ট নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী সবাই রাহুলকে পদে ফিরে যেতে অনুরোধ করেন। যদিও নিজের সিদ্ধান্ত থেকে ফেরত আসেননি রাহুল।

অনুরোধ ফেলেছেন প্রিয়ঙ্কাও

অনুরোধ ফেলেছেন প্রিয়ঙ্কাও

রাহুল গান্ধী সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর মনে করা হয়েছিল সেই পদে বসতে পারেন প্রিয়ঙ্কা গান্ধী। যদিও প্রিয়ঙ্কা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। সভাপতির পদ নয়, বর্তমানে যেভাবে তিনি দলের কাজ করছেন, সেইভাবেই কাজ করে যেতে চান তিনি। বলেছেন প্রিয়ঙ্কা।

এর পাশাপাশি প্রাক্তন সভানেত্রী সনিয়ার কাছেও অন্তবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল কংগ্রেসের নানা মহল থেকে। তবে তিনি তা গ্রহণও করেননি, আবার বাতিলও করেননি।

English summary
Notice of AICC says Congress president appointed Eknath Gaikwad as the working president of MCC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X