For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#Note Ban! এর মাঝেই বেঙ্গালুরুর এই বিয়েতে খরচ কয়েক কোটি টাকা!

নোট বাতিলের ঘটনা নিতান্তই তুচ্ছ বেঙ্গালুরুর রেড্ডি পরিবারের কাছে। কারণ বাড়িতে বিয়ের আসর বসেছে যে। বিয়ে হচ্ছে কর্ণাটকের অন্যতম প্রভাবশালী ব্যক্তি তথা প্রাক্তন বিজেপি মন্ত্রী জনার্দন রেড্ডির মেয়ের।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু ১৫ ই নভেম্বর: নোট বাতিল হওয়ার পরে সারা দেশে এই একটি বিষয় নিয়েই হইচই চলছে। কেউ কালো টাকা নিয়ে কথা বলছেন, কেউ কীভাবে নোট ভাঙাবেন তা জিজ্ঞাসা করছেন, আবার কেউ পকেট ফাঁকা করে ব্যাঙ্ক, এটিএমের সামনে হত্যে দিয়ে পড়ে রয়েছেন। যদি পুরনো নোট ভাঙানো যায় অথবা নতুন নোট পাওয়া যায়। [বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোয় পুরুষের চেয়ে এগিয়ে ভারতের এই রাজ্যের মহিলারা!]

তবে এসব ঘটনা নিতান্তই তুচ্ছ বেঙ্গালুরুর রেড্ডি পরিবারের কাছে। কারণ বাড়িতে বিয়ের আসর বসেছে যে। বিয়ে হচ্ছে কর্ণাটকের অন্যতম প্রভাবশালী ব্যক্তি তথা প্রাক্তন বিজেপি মন্ত্রী তথা খনির কারবারি জি জনার্দন রেড্ডির মেয়ের। [স্ত্রীকে ছেড়ে 'প্রেমে পাগল' শাশুড়িকে বিয়ে করল এক যুবক]

#Note Ban! এর মাঝেই বেঙ্গালুরুর এই বিয়েতে খরচ কয়েক কোটি টাকা!

আপাতত তা নিয়েই মেতে রয়েছে রেড্ডি পরিবার ও বলতে গেলে গোটা বেঙ্গালুরু। এমন জাঁকজমকপূর্ণ বিয়ে নিয়ে নিমন্ত্রিতদের তো বটেই আমজনতার উৎসাহও চোখে পড়ার মতো। [বিয়ের দ্বিতীয় দিনই স্বামীর বাড়িতে ডাকাতি করে চম্পট দিল 'নববধূ']

বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের অভ্যর্থনা জানানো হয়েছে এলসিডি স্ক্রিনের একটি ডিভাইস দিয়ে। তা খুললেই ভেসে উঠছে রেড্ডি পরিবারের উপর তৈরি একটি ভিডিও অ্যালবাম। আর বিয়েতে ঠিক কি কি হতে চলেছে সেটার আগাম ঝলক। [স্ত্রী পরপুরুষকে ভালোবাসে, খুশি মনে দুজনের বিয়ে দিলেন স্বামী]

জানা গিয়েছে, এদিন বুধবার বিয়ে হওয়ার কথা। সেজন্য বেঙ্গালুরুর প্যালেস গ্রাউন্ডে বলা যায় মন্ডপের বাহার তৈরি করে নানা জায়গার স্থাপত্যের আদলে মন্ডপ তৈরি করা হয়েছে। রেড্ডির মেয়ে ব্রাহ্মণীর বিয়ে হচ্ছে যে পাত্রের সঙ্গে তাঁর নাম রাজীব রেড্ডি।

মোট আমন্ত্রিতের সংখ্যা ৫০ হাজার। তাদের ৪০টি সুসজ্জিত গরুর গাড়িতে চাপিয়ে বিয়ের মন্ডপ পর্যন্ত নিয়ে আসা হবে। এর মধ্যে অভ্যাগত রয়েছেন ভিআইপিরাও। এতজন মানুষের জন্য মোট ৩ হাজার নিরাপত্তাকর্মীও নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে।

রেড্ডি পরিবারের বিয়েতে মোট ৩০ কোটি টাকা খরচ হচ্ছে বলে জানা গিয়েছে। বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে চেকের মাধ্যমে টাকা মেটানো হয়েছে। এবং পুরো টাকারই হিসাব রয়েছে বলে দাবি করা হচ্ছে। এমনকী জনার্দন রেড্ডি পরে সমস্ত বিল দেখাবেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, এই জনাদর্ন রেড্ডি কর্ণাটকের অন্যতম শক্তিশালী ব্যক্তি। ২০১১ সালের জুলাই পর্যন্ত বিএস ইয়েদুরাপ্পা সরকারের আমলে তিনি মন্ত্রী পর্যন্ত ছিলেন। খনি ব্যারন হিসাবে পরিচিত জনার্দন রেড্ডি মাঝে তিনবছর জেল খেটে গতবছর জামিনে ছাড়া পেয়েছেন।

English summary
Note Ban? Everyone's Talking About The Reddy Wedding In Bengaluru
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X