For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জল নয়, পাম্প করলে বেরোচ্ছে মদ! বিজেপি শাসিত রাজ্যে অভিযান পুলিশের

যে হ্যান্ড পাম্পের মাধ্যমে জল বেরনোর কথা তা দিয়ে বেরিয়ে আসছে মদ। ঘটনাটি মধ্যপ্রদেশের গুনার ভানপুর গ্রামের। ঘটনাটি ছড়িয়ে পড়ার পরেই পুলিশ গ্রামে যায়। এবং এলাকায় বিপুল পরিমাণ মদের ভাণ্ডারের হদিশ পায়।

  • |
Google Oneindia Bengali News

যে হ্যান্ড পাম্পের মাধ্যমে জল বেরনোর কথা তা দিয়ে বেরিয়ে আসছে মদ। ঘটনাটি মধ্যপ্রদেশের গুনার ভানপুর গ্রামের। ঘটনাটি ছড়িয়ে পড়ার পরেই পুলিশ গ্রামে যায়। এবং এলাকায় বিপুল পরিমাণ মদের ভাণ্ডারের হদিশ পায়।

জল নয়, পাম্প করলে বেরোচ্ছে মদ! বিজেপি শাসিত রাজ্যে অভিযান পুলিশের

পুলিশ সোমবার এলাকায় অভিযান চালায়। তল্লাশির সময় মাটির নিচে পুঁতে রাখা রিংবা পশুখাদ্যের নিচে লুকিয়ে রাখা কাঁচা মদের আটটি ড্রাম উদ্ধার করে। ভূগর্ভে লুকিয়ে রাখা কাঁচা মদের ড্রামের সঙ্গে যুক্ত একটি হ্যান্ড পাম্পও উদ্ধার করা হয়েছে।গুনার পুলিশ সুপার পঙ্কজ শ্রীবাস্তব জানিয়েছেন, পুলিশ কর্মীরা তল্লাশির সময় যখন এটিকে পাম্প করা শুরু করে, সেই সময় অন্য প্রান্ত দিয়ে মদ বেরোতে শুরু করে। পুলিশ এলাকা থেকে ড্রামে সংরক্ষিত করে রাখা বিপুল পরিমাণ দেশি মদও উদ্ধার করেছে.

পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁরা মনে করছেন, অবৈধ মদের কারবারের সঙ্গে যুর্ক লোকেরা মদের ড্রাম লুকোতে ভূগর্ভে গর্ত খনন করে। এই ড্রাম থেকে মগ বের করতে তারা হ্যান্ড পাম্প ব্যবহার করে।

পুলিশ সুপার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তি পুলিশ অভিযান চালালেও অবৈধ মদ বিক্রির সঙ্গে জড়িতরা পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে পুলিশ আটজনকে সনাক্ত করেছে। তাদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তিনি আরও বলেছেন, গ্রামের প্রতিটি বাড়িতেই দেশি মদ তৈরি হয়।

২০২৪-এ দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী? 'জল্পনার' উত্তর কংগ্রেস সভাপতি নির্বাচনে জয়ের ব্যাপারে নিশ্চিত খারগের২০২৪-এ দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী? 'জল্পনার' উত্তর কংগ্রেস সভাপতি নির্বাচনে জয়ের ব্যাপারে নিশ্চিত খারগের

English summary
Not water, alcohol comes out from hand pump in Madhya Pradesh, police takes action
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X