For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধৃত সচিন বেজের গাড়ির চালক আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক–ভর্তি গাড়ি পার্ক করে, দাবি এনআইএর

ধৃত সচিন বেজের গাড়ির চালক আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক–ভর্তি গাড়ি পার্ক করে

Google Oneindia Bengali News

আম্বানি বোমাতঙ্ক কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য হাতে আসল এনআইএর। এনআইএ জানিয়েছে যে ধৃত মুম্বই পুলিশ সচিন বেজের ব্যক্তিগত গাড়ির চালক গত ২৫ ফেব্রুয়ারি মুকেশ আম্বানির গাড়ির সামনে বিস্ফোরক–ভর্তি গাড়ি রেখেছিল।

ধৃত সচিন বেজের গাড়ির চালক আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক–ভর্তি গাড়ি পার্ক করে, দাবি এনআইএর


এনআইএর তদন্তে উঠে এসেছে সচিন বেজ সাদা রঙের ইনোভা গাড়িটি চালাচ্ছিল, যা স্করপিও গাড়িটির পেছনে ছিল। এরপর বিস্ফোরক–ভর্তি স্করপিও গাড়িটি মুকেশ আম্বানির গাড়ির সামনে পার্ক করে রাখা হয়। চুরি হয়ে যাওয়ার পর এই স্করপিও গাড়িটি প্রথম আম্বানির বাড়ির সামনেই দেখা যায়। ১৭ ফেব্রুয়ারি মনসুখ হিরেন তাঁর স্করপিও গাড়িটি মুরুন্ড আইরোলি রোডে পার্ক করে রেখেছিলেন বলে দাবি করেন। এনআইএর বিশ্বাস ওইদিনই হিরেন মুম্বই পুলিশের সদর দপ্তরে আসেন এবং সচিন বেজকে তাঁর গাড়ির চাবি দেন। সচিন বেজের নির্দেশে তাঁর ব্যক্তিগত গাড়ির চালক মনসুখ হিরেনের গাড়ি যেখানে পার্ক করে রাখা ছিল সেখান থেকে নিয়ে এসে পরে তা সচিন বেজের বাড়ি সকেট হাউসিং সোসাইটিতে রেখে দেন।

১৯ ফেব্রুয়ারি চালক ওই গাড়ি নিয়ে পুলিশের হেডকোয়ার্টারে আসেন এবং এখানেই পার্ক করেন। এরপর ফের সচিন বেজের চালক গাড়িটি সোসাইটিতে ফিরিয়ে আনেন এবং সেখানেই ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তা রাখা ছিল। এরপর বেজের চালক স্করপিও গাড়িটি চালিয়ে দক্ষিণ মুম্বই আসেন এবং ২৫ ফেব্রুয়ারি অ্যান্টিলিয়ার বাইরে রেখে দেন। সূত্রের খবর, বেজ স্করপিও গাড়ির পেছনেই ছিলেন যাতে পুলিশ কোনওভাবে হস্তক্ষেপ করতে না পারে। রাত দশটার সময় স্করপিও গাড়িটি আম্বানির বাড়ির সামনে রেখে চালক গাড়ি থেকে নেমে বেজের ইনোভা গাড়িতে চড়ে চলে যান।

ওই ইনোভা গাড়িটি মুম্বইয়ে ঢুকেছিল অন্য একটি নম্বর প্লেট লাগিয়ে এবং আম্বানির বাড়িতে ফের গিয়েছিল। সচিন বেজ ইনোভা গাড়ির মধ্যে থেকে কুর্তা পরে বের হয়, স্করপিও গাড়ির সামনে যান এবং হুমকি চিঠি রেখে আসে। এইআইএ আধিকারিক জানিয়েছেন যে পুলিশ হেজকোয়ার্টার ও সকেট সোসাইটির ২টি ডিভিআর নষ্ট করে দেওয়া হয়েছে। আম্বানি বোমাতঙ্ক কাণ্ডে গত ১৩ মার্চ মুম্বই পুলিশ অফিসার সচিন বেজকে গ্রেফতার করে এনআইএ।

রণক্ষেত্র বারাকপুরে আক্রান্ত রাজ-শুভ্রাংশু, গুলি চালানো নিয়ে রিপোর্ট তলব কমিশনেররণক্ষেত্র বারাকপুরে আক্রান্ত রাজ-শুভ্রাংশু, গুলি চালানো নিয়ে রিপোর্ট তলব কমিশনের

English summary
Accused Sachin Vaze's private driver parked an explosive-laden Scorpio in front of Mukesh Ambani's house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X