For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় রাম মন্দির নয়, বুদ্ধের মন্দির তৈরির নতুন দাবি উঠল

অযোধ্যায় রাম মন্দির তৈরি নিয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলি দাবি তুলে সরব হয়েছে। এবার নতুন দাবি নিয়ে হাজির হলেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যায় রাম মন্দির তৈরি নিয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলি দাবি তুলে সরব হয়েছে। এবার নতুন দাবি নিয়ে হাজির হলেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর। দাবি তুললেন অযোধ্যায় ভগবান বুদ্ধের মন্দির তৈরি করতে হবে।

অযোধ্যায় ভগবান বুদ্ধের মন্দির তৈরির নতুন দাবি ঘিরে শোরগোল

চন্দ্রশেখরের কথায়, এই শহরের আসল নাম ছিল সাকেত, অযোধ্যা নয়। তাই এখানে বুদ্ধ মন্দির তৈরি করা উচিত। ভীম আর্মি প্রধান এদিন অযোধ্যায় গিয়ে সংবিধানের একটি কপি জেলাশাসকের হাতে তুলে দেবেন।

রবিবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে অযোধ্যার বিতর্কিত এলাকা ঘুরে দেখেন। তারপরে রাম মন্দির ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন। হিন্দু ও হিন্দুত্বকে নিয়েই রাজনীতি করবে শিবসেনা, স্পষ্ট করে দিয়েছেন উদ্ধব।

এদিকে আরএসএস প্রধান মোহন ভগবতও রবিবার সুপ্রিম কোর্টকে একপ্রকার বার্তা দিয়ে জানান, শুধু আইনের ওপরে সমাজ চলে না। সুবিচারের দেরি হওয়া মানে তা সুবিচার না পাওয়ার সমান। সারা দেশ এক হয়ে রাম মন্দির তৈরিতে এগিয়ে আসুক, সেই আবেদনও করেন তিনি।

প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দির তৈরির ইস্যুতে লোকসভা ভোটের আগে আরও বেশি করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সব দলই তা নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আগামিদিনে এতে যে আরও বেশি করে রং চড়বে তা নিঃসন্দেহে বলা যায়।

English summary
Not Ram Mandir But Lord Buddha Temple Should be Constructed in Ayodhya: Bhim Army Chief Chandrashekhar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X