For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনসংখ্যা নয়, ভারতের আসল সমস্যা বেকারত্ব, মোহন ভাগবতকে পাল্টা আক্রমণ ওয়েইসির

জনসংখ্যা নয়, ভারতের আসল সমস্যা বেকারত্ব, ভাগবতকে পাল্টা আক্রমণ ওয়েইসির

Google Oneindia Bengali News

জনসংখ্যা নয় দেশের মূল সমস্যা আসলে বেকারত্ব। রবিবার আরএসএস প্রধান মোহন ভাগবতকে পাল্টা আক্রমণ করে কথা বলে এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসি। গতকাল আরএসএস প্রধান মোহন ভাগবত জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেছিলেন।

ওয়েইসির আক্রমণ

ওয়েইসির আক্রমণ

আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যের পাল্টা জবাবে এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসি দাবি করেছেন জনসংখ্যা নয় দেশের এখন মূল সমস্যা হল বেকারত্ব। অসংখ্যমানুষ কাজ পাচ্ছেন না। কর্মক্ষেত্রে তীব্র সংকট তৈরি হয়েছে। ওয়েইসি দাবি করেছেন তাঁর নিজেরই একাধিক সন্তান আছে। এমনকী একাধিক বিজেপি নেতার দুইয়ের অধিক সন্তান রয়েছে। আরএসএস সবসময় মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে চায় বলেই এই ধরনের কথা বলে বলে অভিযোগ করেছেন ওয়েইসি।

ভাগবতের দাবি

ভাগবতের দাবি

দেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে গতকাল উদ্বেগ প্রকাশ করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি অভিযোগ করেছিলেন দেশের জনসংখ্যার যে অবস্থা তাতে দুইয়ের অধিক সন্তান নেওয়া উচিত নয়। এতে কিছুটা হলেও জনসংখ্যা নিয়ন্ত্রণে আসবে। এর আগে রামদেবও জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন দুইয়ের অধিক সন্তান থাকলে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত।

বেকারত্ব বাড়ছে

বেকারত্ব বাড়ছে

ভাগবতের জনসংখ্যা বৃদ্ধির প্রসঙ্গে টেনে ওয়েইসি সরাসরি আক্রমণ করে বলেছেন দেশের মূল সমস্যা এখন কর্মসংস্থান। অসংখ্য যুবক-যুবতীর কাছে কোনও কাজ নেই। অথচ ২০১৪ সােল যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী তখন বছরে ৯ হাজার কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তার কিছুই করতে পারেননি তিনি। উল্টে দিনে দিনে বেকারত্ব সমস্যা বেড়েছে। আরও বেশি করে দেশে কর্মসংকট তৈরি হয়েছে।

'নাগরিকত্ব শুধু একটি অধিকার নয়, সমাজের প্রতি কর্তব্যও বটে ', সরব চিফ জাস্টিস বোবদে 'নাগরিকত্ব শুধু একটি অধিকার নয়, সমাজের প্রতি কর্তব্যও বটে ', সরব চিফ জাস্টিস বোবদে

English summary
not population main promlem of India is unemployment, sayn owaisi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X