For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনা যুদ্ধেই কি হারতে চাইছে ভারত! ক্রিকেট-বিতর্কে যোগ দিলেন শশী, এল কার্গিল প্রসঙ্গও

কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন যে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে না খেলাটা হবে লড়াই ছাড়াই পরাজয়ের সামিল।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামার ঘটনার জেরে আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিত কিনা এই বিতর্কে যোগ দিলেন কংগ্রেস নেতা শশী থারুর-ও। যখন সারা দেশে পাক ম্যাচ বয়কটের আওয়াজ জোরালো হচ্ছে, তখন থারুর ব্যাট ধরলেন ম্য়াচ খেলার পক্ষেই। তাঁর দাবি, পাক ম্যাচ না খেলাটা হবে আত্মসমর্পনের থেকেও নিকৃষ্ট।

বিনা যুদ্ধেই কি হারতে চাইছে ভারত - বিতর্কে যোগ দিলেন শশী

শশী থারুরের মতে এই ম্য়াচ বয়কট করলে শুধু যে ভারতের ২ পয়েন্ট খোয়া যাবে তাই নয়, এই ঘটনা হবে যুদ্ধে না নেমেই পরাজয় স্বীকার করার মতো। তিনি এই প্রসঙ্গে টেনে এনেছেন ১৯৯ সালের কার্গিল যুদ্ধের কথাও। সেই সময় কার্গিলে ভারত -পাক যুদ্ধ চলাকালীনই বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচ খেলে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

এবারেও সেই দিকেই এগনোর দাবি করেছেন থারুর। তবে এর আগে ভারতের ঐতিহ্যশালী ক্রিকেট ক্লাহ সিসিআই থেকে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, এমনকী প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিন-রাও পাক ম্যাচ বয়কটের দাবি তুলেছেন। আবার খেলার সপক্ষে মত দিয়েছেন সুনীল গাভাস্কার, চেতন চৌহান-রা। সিদ্ধান্ত অবশ্য হবে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিসিসিআই-এর প্রশাসনিক কমিটির বৈঠকে।

English summary
Congress leader Shashi Tharoor has said that not playing against Pakistan in upcoming cricket World Cup would be like defeat without a fight.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X