For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্লেন'-র মতো 'ট্রেন': 'তেজস'-র অন্দরমহল দেখে নিন ফোটোফিচারে

ভারতীয় রেল পরিষেবার এই ট্রেনটিকে দেখলে যে কারোরই তাক লাগতে পারে। 'তেজস' নামের এই এক্সপ্রেস ট্রেনটি সোমবার থেকে মুম্বই-গোয়ার পথে যাত্রা শুরু করবে।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় রেল পরিষেবার এই ট্রেনটিকে দেখলে যে কারোরই তাক লাগতে পারে। 'তেজস' নামের এই এক্সপ্রেস ট্রেনটি সোমবার থেকে মুম্বই-গোয়ার রুটে যাত্রা শুরু করবে। সেমি -হাইস্পিড এই ট্রেন কোনও অংশেই কম যায়না কোনও বিমানের থেকে।

চাকচিক্য, ব্যবস্থাপনা, বিলাস, কোনও অংশেই খামতি নেই ভারতীয় রেলের এই কনিষ্ঠ সদস্যটির। মুম্বই থেকে গোয়া রওনা দিয়ে আজই যাত্রা শুরু হবে 'তেজস' এক্সপ্রেসের। উদ্বোধন করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক তেজস-এর অন্দরমহলে।

স্টাইলের চমক

স্টাইলের চমক

ঝাঁচকচকে এই ট্রেনের আদব কায়দা অত্যন্ত আধুনিক। সারা ট্রেন জুড়ে থাকছে সিসিটিভি ক্যামেরা। পাশপাশি থাকছে স্বয়ংক্রিয় দরজা খোলা-বন্ধের ব্যবস্থা। সিটের সামনের বোতম টিপলেই চলে আসবেন অ্যাটেন্ডডেন্ট।

ভাড়া কেমন?

ভাড়া কেমন?

এই ব্যবস্থাপনা যে ট্রেনে রয়েছে তার ভাড়াতো সাধারণ ট্রেনের থেকে বেশি হবেই। মুম্বই -গোয়া ছাড়াও দিল্লি-চণ্ডীগড় ও দিল্লি- লখনৌ রুটেও চলবে এই ট্রেন। ট্রেনটির যেকোনো কম্পার্টমেন্টের ভাড়া শতাব্দী এক্সপ্রেসের থেকে ৩০ শতাংশ বেশি।

ট্রেন ঘিরে উচ্ছসিত সকলেই

ট্রেন ঘিরে উচ্ছসিত সকলেই

মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাসের ১৮ নম্বর প্লাটফর্মে রাখা হয় তেজসকে। ট্রেনটি ঘিরে যাত্রীদের পাশপাশি, সাধারণ মানষেরও উচ্ছ্বাস উন্মাদনা কম নয়। দাঁড়িয়ে থাকা ট্রেনটির সামনে সেলফি তোলাক হিড়িকও কিছু কম নেই !

কী কী বিশেষ সুবিধা রয়েছে ট্রেনে?

কী কী বিশেষ সুবিধা রয়েছে ট্রেনে?

সুরক্ষার দিক নিশ্চিত করতে গোটা ট্রেন সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে। এছাড়াও ট্রেনে রাখা হয়েছে স্মোক ও ফায়ার ডিটেকশন যন্ত্র ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও। এছাড়াও তেজসের ১৯টি কোচে থাকছে জিপিএস ডিসপ্লে। পাশাপাশি যাত্রীদের বিলাসে রাখার বিষয়টিকে বিশেষভাবে নজরে রাখা হয়েছে এই ট্রেনে।

গতি কেমন তেজসের?

গতি কেমন তেজসের?

প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার গতি নিয়ে যাত্রা করার কথা তেজসের। তবে বাস্তবিকভাবে , ১৬৯০ কিলোমিটার প্রতি ঘণ্টার হিসাবেই কেবল যাত্রা করতে পারবে তেজস। ফলে খুব সুখ বিলাসে , কম সময়ে গন্তব্যে পৌঁছনোর মতো সুবিধা পাওয়া যাবে এই ট্রেনের মাধ্যমে।

থাকছে 'বায়ো ভ্যাকুয়াম টয়লেট'

থাকছে 'বায়ো ভ্যাকুয়াম টয়লেট'

তেজসের প্রতি কোচে বায়ো ভ্যাকুয়াম টয়লেট থাকছে। যেখানে জলের সীমা নির্ধারণকারী যন্ত্র, জলের কলের জন্য ট্যাপ সেন্সর থাকছে। এছাড়াও সেলিব্রিটি শেফ মেনু, চা কফির ভেন্ডিং মেশিন, ওয়াইফাই ইত্যাদি পরিষেবা তো রয়েইছে।

English summary
It can easily be mistaken for a plane. On Monday railway minister, Suresh Prabhu will flag off Tejas Express, the semi-high-speed train having modern onboard facilities, enhanced passenger comfort and showcases the future of Train travel in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X