For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু আক্রান্ত নয়, ভারতে করোনায় মৃত্যুও বাড়াচ্ছে উদ্বেগ! নেপথ্যে কোন কারণ, কী বলছেন বিশেষজ্ঞরা

দৈনিক আক্রান্তেও রেকর্ড, উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা! নেপথ্য কারণ সম্পর্কে কি বলছেন বিশেষজ্ঞ

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ ছুঁইছুঁই। পাশাপাশি মৃতের সংখ্যাও ৬২ হাজারের দোরগড়ায়। এদিকে গত কয়েকদিন নতুন সংক্রমণের সংখ্যায় সামান্য পারাপতন লক্ষ্য করা গেলেও ফের রেকর্ড গরতে শুরু করেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। কিন্তু হঠাৎ এই লাগামছাড়া করোনা সংক্রমণের বিষয়ে কি বলছেন বিশেষজ্ঞরা।

একটানা তিন দিন ১ হাজারের বেশি মৃত্যু

একটানা তিন দিন ১ হাজারের বেশি মৃত্যু

এদিকে বর্তমানে গোটা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা দৈনিক সংক্রমণের বেলাগাম বৃদ্ধি রোধ করা না গেলে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকেও দ্রুত পেরিয়ে যাবে ভারত। এদিকে গত তিনদিন পর পর ১ হাজার করে মৃত্যুর সংখ্যার রেকর্ড দেখা গেছে ভারতে।

আক্রান্ত ও মৃতের নিরিখেও নয়া রেকর্ড ভারতের

আক্রান্ত ও মৃতের নিরিখেও নয়া রেকর্ড ভারতের

এদিকে পরিসংখ্যান অনুযায়ী দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও এর আগে একটানা দুদিন হাজারের বেশি মৃতের সংখ্যার রেকর্ড দেখা যায়নি ভারতে। এদিকে গত দুদিন প্রত্যহ ৭৫ হাজারের বেশি করোনা আক্রান্তের খোঁজ মেলে ভারতে। তার আগে গত তিন সপ্তাহ ধরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজারের নীচে ছিল বলেই দেখা যাচ্ছে।

 দৈনিক আক্রান্তের সঙ্গে প্রত্যহ মৃতের সংখ্যার আদেও সম্পর্ক আছে কি ?

দৈনিক আক্রান্তের সঙ্গে প্রত্যহ মৃতের সংখ্যার আদেও সম্পর্ক আছে কি ?

এদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকেই মৃতের সংখ্যা বৃদ্ধির তুল্যমূল্য বিচার করছেন। কিন্তু আপতদৃষ্টিতে দেখতে গেলে নতুন রেকর্ড অনুযায়ী যে সমস্ত ব্যক্তিরা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের সিংহভাগই একদিনের মধ্যে মারা যাচ্ছেন না। সোজা কথায় বলতে গেলে যারা মারা যাচ্ছেন তারা বেশ কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু করোনা চিকিৎসা কাজে না দেওয়ায় বর্তমানে উত্তোরত্তর বেড়ে চলছে মৃতের সংখ্যা। যদিও করোনায় মৃত্যুর ক্ষেত্রে কোনও নির্দিষ্ট দিন বাতলানো সম্ভব নয় বলেই জানাচ্ছেন গবেষকেরা।

উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য মন্ত্রকের

উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য মন্ত্রকের

এদিকে করোনা নতুন মৃত্যুতে ক্রমেই উদ্বেগ বাড়ছে দেশের স্বাস্থ্য মন্ত্রকের। পাশাপাশি দেশের একটা বড় অংশে করোনা আক্রান্ত পঞ্চাশোর্ধ ব্যক্তিদের মধ্যে মৃত্যুহার ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। পাশাপাশি দিল্লির মতো রাজধানী শহরে ৫ থেকে ১৭ বছরের কিশোর-কিশোরীদের মধ্যে যথেষ্ট পরিমাণে করোনার আধিক্য দেখা গেছে বলে জানাচ্ছেন গবেষকেরা। তাই বর্তমানে করোনার এই বহুমুখী আক্রমণে কার্যত দিশেহারা দেশের মানুষ।

জিএসটি নিয়ে এবার মমতার কোপে মোদী সরকার, কী বললেন মুখ্যমন্ত্রীজিএসটি নিয়ে এবার মমতার কোপে মোদী সরকার, কী বললেন মুখ্যমন্ত্রী

English summary
not only infected the death of the coronavirus paitents in india is increasing anxiety what the experts say about the main reason
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X