For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মহাজোট নয়, মহাঝুট’, অসমের জনসভায় কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটকে তীব্র আক্রমণ মোদীর

‘মহাজোট নয়, মহাঝুট’, অসমের জনসভায় কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটকে তীব্র আক্রমণ মোদীর

  • |
Google Oneindia Bengali News

বাংলার পাশাপাশি ভোটের আবহে তপ্ত অসমের মাটিও। এমনকী আসন্ন নির্বাচনে পাঁচ রাজ্যের মধ্যে বাংলা ও অসমকেই যে বিজেপি পাখির চোখ করেছে তা স্পষ্ট মোদীর প্রচার কৌশল থেকেই। এদিন কাঁধিক সভা থেকে তৃণমূলের উদ্দেশ্যে একের পর এক তোপ দাগার পর তিনি উড়ে যান অসমে। সেখানে বিহপুরিয়ার সভায় চাঁচাছোলা ভাষায় বিরোধী জোটকে আক্রমণ শানাতে দেখা যায় গেরুয়া শিবিরের প্রধান দলনেতাক। এমনকী কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধ মহাজোটকে 'মহাঝুট’ বলেও কটাক্ষ করেন তিনি।

‘মহাজোট নয়, মহাঝুট’, অসমের জনসভায় কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটকে তীব্র আক্রমণ মোদীর

এমনকী কংগ্রেসের উপর তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, “ কংগ্রেসের না আছে কোনও নেতা, না আছে নীতি। ভোটের জেতার জন্য ওরা যে কোনও দলের সঙ্গে হাত মেলাতে পারে। একাধিক রাজ্যে যে বামেদের সঙ্গে ওরা হাত মিলিয়েছে তাদের বিরুদ্ধেই আবার অসমে ভোট যুদ্ধে নেমেছে। এরা সর্বতোভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। বিশ্বের দরবারে ভারতের সম্মান ধুলোয় মিশিয়ে দিতেও এরা দুবার ভাবে না।” এদিন কংগ্রেসকে আক্রমণ করার পাশাপাশি অসমে বিজেপি সরকারের দরাজ মনে গুণগান গাইতে দেখা যায় মোদীকে।

পরিসংখ্যান তুলে ধরে মোদী দাবি করেন অসমে গত পাঁচ বছরে আটটি মেডিকেল কলেজ তৈরি করেছে অসম সরকার। দ্বিতীয়বার ক্ষমতায় এলে এই সংখ্যা আরও বাড়বে। প্রধানমন্ত্রী অবাস যোজনার হাত ধরেও পাঁচ লক্ষের বেশি মানুষ পাকা ঘর পেয়েছেন। অন্যদিকে চা বাগানের শ্রমিকদের পাশে থাকার নামে কংগ্রেস শুধু নাটক করে গিয়েছে বলে অভিযোগ তাঁর। তাদের সরকার শুধু বেতন বাড়ানোর নাট করে গিয়েছে।কিন্তু বিজেপি সরকার পাঁচ বছরে তা দ্বিগুণ করেছে।

বাংলায় জোটের দফা-রফা! আব্বাসের কাছে দরবারের পরই প্রার্থী ঘোষণা ওয়েইসিরবাংলায় জোটের দফা-রফা! আব্বাসের কাছে দরবারের পরই প্রার্থী ঘোষণা ওয়েইসির

English summary
Modi attacks Congress in Assam rally, calls grand alliance a big lie
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X