For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশের সচিবালয়ে 'বন্দে মাতরম' গাইতে নিষেধাজ্ঞা, শুরু তুমুল বিতর্ক

মধ্যপ্রদেশে নবনির্বাচিত কংগ্রেস সরকার নির্দেশ দিয়েছে, মাসের শুরুর দিনে সচিবালয়ে বাধ্যতামূলকভাবে যে বন্দে মাতরম গাওয়া হতো এবার থেকে তা আর বাধ্যতামূলক রইল না।

  • |
Google Oneindia Bengali News

বন্দে মাতরম গান গাওয়া মানেই দেশভক্তি দেখানো যায় এমন নয়। মধ্যপ্রদেশে নবনির্বাচিত কংগ্রেস সরকার নির্দেশ দিয়েছে, মাসের শুরুর দিনে সচিবালয়ে বাধ্যতামূলকভাবে যে বন্দে মাতরম গাওয়া হতো এবার থেকে তা আর বাধ্যতামূলক রইল না।

মধ্যপ্রদেশের সচিবালয়ে বন্দে মাতরম গাইতে নিষেধাজ্ঞা, শুরু তুমুল বিতর্ক

২০০৫ সাল থেকে এই প্রথম এতদিন পরে প্রথা ভাঙল। মঙ্গলবার সচিবালয়ের কর্মীরা কেউ বন্দে মাতরমের তালে গলা মেলাননি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট-ও সামলাচ্ছেন। এই দফতর মাসিক নানা অনুষ্ঠান সামলে থাকে। সেখান থেকেই নির্দেশ এসেছে কমলনাথের নির্দেশে।

বিজেপি এই ঘটনায় তীব্র সমালোচনা করেছে। বিজেপি নেতা রজনীশ আগরওয়াল বলেন, বন্দে মাতরম গাওয়া বন্ধ করে নতুন বছরে দেশপ্রেমী কর্মীকে ভালো উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কমলনাথ অবশ্য সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে বলেছেন, বন্দে মাতরমের বিরুদ্ধে নই আমরা। এটা কোনও অ্যাজেন্ডাও নয়। যাঁরা বন্দে মাতরম গাইবেন না, তাঁরা কি দেশভক্ত নন? প্রশ্ন তুলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
বন্দে মাতরম গান গাওয়া মানেই দেশভক্তি দেখানো যায় এমন নয়। মধ্যপ্রদেশে নবনির্বাচিত কংগ্রেস সরকার নির্দেশ দিয়েছে, মাসের শুরুর দিনে সচিবালয়ে বাধ্যতামূলকভাবে যে বন্দে মাতরম গাওয়া হতো এবার থেকে তা আর বাধ্যতামূলক রইল না।

২০০৫ সাল থেকে এই প্রথম এতদিন পরে প্রথা ভাঙল। মঙ্গলবার সচিবালয়ের কর্মীরা কেউ বন্দে মাতরমের তালে গলা মেলাননি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট-ও সামলাচ্ছেন। এই দফতর মাসিক নানা অনুষ্ঠান সামলে থাকে। সেখান থেকেই নির্দেশ এসেছে কমলনাথের নির্দেশে।

বিজেপি এই ঘটনায় তীব্র সমালোচনা করেছে। বিজেপি নেতা রজনীশ আগরওয়াল বলেন, বন্দে মাতরম গাওয়া বন্ধ করে নতুন বছরে দেশপ্রেমী কর্মীকে ভালো উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কমলনাথ অবশ্য সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে বলেছেন, বন্দে মাতরমের বিরুদ্ধে নই আমরা। এটা কোনও অ্যাজেন্ডাও নয়। যাঁরা বন্দে মাতরম গাইবেন না, তাঁরা কি দেশভক্ত নন? প্রশ্ন তুলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

English summary
Not compulsory to sing ‘Vande Mataram’ at secretariat on 1st day of month in Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X