উত্তরাখণ্ড , হিমাচলে খুঁজে পাওয়া যাচ্ছে না ২২ জনকে, ২৮ জনের মৃতদেহ উদ্ধার! বানভাসি একাধিক এলাকা
হরিয়ানার হথিনি কুণ্ড ব্যারেজ থেকে ক্রমেই জল ছাড়া হচ্ছে। যার ফলে প্রবল বর্ষায় ফুঁসে উঠছে যমুনা। ইতিমধ্যেই দিল্লির যমুনানগরে জারি হয়ে গিয়েছে প্লাবনের সতর্কতা। অন্যদিকে গোটা উত্তর ভারতে মেঘ ভাঙা বৃষ্টি আর প্রবল বন্যায় চরম দুর্যোগের শিকার উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ। এখনও পর্যন্ত উত্তর ভারতের তিন রাজ্যের বন্যায় মৃত্যু হয়েছে ২৮ জনের।
|
উত্তরাখণ্ড হিমাচলে মেঘ ভাঙা বৃষ্টি
উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি প্লাবনের রূর নিয়েছে। জলের তোড়ে ধসে গিয়েছে বহু নদীর ধারের বাড়ি। হিমাচলেরর পাহাড়ি এলাকাতেও একই দুর্যোগ অব্যাহত। সেখানে এখনও পর্যন্ত বৃষ্টির জেরে খোঁজ মিলছে না ২২ জনের। নিখোঁজদের মধ্যে রয়েছেন নেপালী ব্যক্তিও। বৃষ্টির জেরে পাঞ্জাবে মৃত্যু হয়েছে ২জনের।
|
হথিনিকুণ্ড থেকে জল ছাড়া হচ্ছে
হরিয়ানার হথিনিকুণ্ড থেকে ক্রমাগত জল ছাড়ার ফেল যমুনা বিপদসীমার কাছাকাছি রয়েছে। এ পর্যন্ত মোট ৮.১৪ কিউসেক জল ছাড়া হয়েছে। প্রসঙ্গত, যমুনার জল বেড়ে যাওয়ায় রাজধানী দিল্লিতে বন্যার আশঙ্কা বাড়তে শুরু করেছে। আপাতত দিল্লির তাপমাত্রা গোরাফেরা করছে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি।
|
ফুঁসছে উত্তরভারতের একাধিক নদী
প্রবল বৃষ্টিতে জল বেড়েছে ঘাঘরা নদীতে। জল বাড়ছে গঙ্গা ও যমুনাতেও। উত্তরভারতের বাদাউন, গড়মুক্তেশ্বর, নারাউরা , ফারুক্কাবাদ জেলায় ক্রমেই নদীর জলের বেড়ে ওঠা প্লাবনের আশঙ্কা তৈরি করেছে।