For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর-পূর্বের বর্ষা ফেরত আসছে, চলতে পারে ১০ দিনের ইনিংস

ভারতের পূর্ব উপকূলে এখন বুলবুলের কোনও অস্তিত্ব নেই। পাশাপাশি বঙ্গোপসাগরেও নেই কোনও নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আভাস। উত্তর-পূর্ব বায়ু ফের শক্তিশালী হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের পূর্ব উপকূলে এখন বুলবুলের কোনও অস্তিত্ব নেই। পাশাপাশি বঙ্গোপসাগরেও নেই কোনও নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আভাস। উত্তর-পূর্ব বায়ু ফের শক্তিশালী হয়েছে। ফলে এই উত্তর পূর্ব বায়ুর সঙ্গে এবার উত্তর পূর্বের বর্ষা ফেল সক্রিয় হওয়ার পালা। যার জেরে তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত শুরু হতে চলেছে।

ফের সক্রিয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু

ফের সক্রিয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু

দীর্ঘ সময় বাদে উত্তর পূর্ব মৌসুমী বায়ু ফের সক্রিয়। যদিও বা মৌসুমী বায়ুর প্রভাবে অক্টোবরে বাড়তি বৃষ্টি হয়েছে। অনেক জায়গাতেই বর্ষায় বৃষ্টি নভেম্বরেও চলেছে। বুধবার তামিলনাড়ু উপকূলের বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্ন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তেকে এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

তামিলনাড়ু উপকূলে বাড়বে বৃষ্টি

তামিলনাড়ু উপকূলে বাড়বে বৃষ্টি

এই বৃষ্টির পিছনে রয়েছে, শক্তিশালী উত্তর পূর্ব মৌসুমী বায়ুর সঙ্গে আর্দ্রতা যুক্ত হওয়ায়। এতে বর্ষার তীব্রতা আরও সক্রিয় হবে বলেই মনে করা হচ্ছে। ফলে তামিলনাড়ু উপকূলে বাড়বে বৃষ্টি। আর এই বৃষ্টি চলতে পারে ২২ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। তবে তামিলনাড়ুর অভ্যন্তরীণ অংশে খুব বেশি বৃষ্টি হবে না। এমনটা জানাচ্ছে বেসরকারি আবহাওয়া সংস্থা।

বৃষ্টি দক্ষিণ ভারতের অন্য জায়গাতেও

বৃষ্টি দক্ষিণ ভারতের অন্য জায়গাতেও

পুদুচেরি, কারাইকাল, তাঞ্জাভুর, চেন্নাইয়ের সঙ্গে সন্নিহিত দক্ষিণ উপকূল অন্ধ্রের বিভিন্ন জায়গাতেও এই বৃষ্টি হবে। চেন্নাই শহরেও ভাল বৃষ্টি হতে পারে আগামী ১০ দিনে।

এবার বর্ষা বিদায়ের দিনেই উত্তর পূর্ব মৌসুমী বায়ু

এবার বর্ষা বিদায়ের দিনেই উত্তর পূর্ব মৌসুমী বায়ু

পাঁচ বছরের মধ্যে এবারই প্রথমবার, যেদিন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দেশ থেকে পুরোপুরি চলে যাওয়ার দিনই উত্তর পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ উপকূলে প্রবেশ করেছে। এটা শেষবারের জন্য ঘটেছিল ২০১৪ সালে।

English summary
North East Monsoon once again pick up pace and commencement of rainfall starts in Tamilnadu. It is going to revive once again.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X