For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তাল উত্তর-পূর্ব, ভারতে ভ্রমণরত নাগরিকদের সচেতন করল আমেরিকা, কানাডা

নাগরিত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল রাজ্যসভা। হিংসাত্মক আকার নিয়েছে আন্দোলন। অসমে আক্রান্ত হয়েছে বাংলাদেশের সহকারী হাইকমিশনার।

Google Oneindia Bengali News

নাগরিত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল রাজ্যসভা। হিংসাত্মক আকার নিয়েছে আন্দোলন। অসমে আক্রান্ত হয়েছে বাংলাদেশের সহকারী হাইকমিশনার। পরিস্থিতি বিবেচনা করে আমেরিকা এবং কানাডাও ভারতে ভ্রমণরত তাঁদের দেশের পর্যটকদের সতর্ক করেছে।

 নাগরিকদের সচেতন করল আমেরিকা কানাডা

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিদেশি পর্যটকের সংখ্যা বেশি থাকে সেকারণেই এই গণ্ডগোলের মধ্যে পড়ে তাঁদের বিপদ যাতে না বাড়ে সেকারণেই আগে থাকতে আমেরিকা, কানাডা এবং ফ্রান্সের পক্ষ থেকে ভারতে ভ্রমণ রত সেদেশের নাগরিকদের সচেতন করা হয়েছে। বিপদ সংঙ্কুল স্থােন ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এবং বিপদে পড়লেই অবিলম্বে স্থানীয় থানার সাহায্যে নিতে বলা হয়েছে।

গতরালই গুয়াহাটিতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার। এতে ক্ষুন্ন হয়েছে বাংলাদেশ। যদিও ঘটনার পরেই তাঁতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিকে কড়া নজর রাখছেন। আজও এই বিলের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে েদশের বিভিন্ন প্রান্ত। অসমের একাধিক জায়গায় এখনও কার্ফু জারি রয়েছে।

English summary
North-east india in boiling, US, Canada issue travel advisory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X