For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব বিলে উত্তর-পূর্বকে 'বাদ' দিতে উদ্যোগ! ইনসেনটিভ দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা

নাগরিকত্ব সংশোধন বিলে প্রয়োগে রাজ্যগুলিকে ক্ষমতা দেওয়া হয়েছে। বিলের বিরুদ্ধে উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রতিবাদ জোরদারহয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধন বিলে প্রয়োগে রাজ্যগুলিকে ক্ষমতা দেওয়া হয়েছে। বিলের বিরুদ্ধে উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রতিবাদ জোরদার হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, রাজ্যগুলির অনুমতি ছাড়া কোনও বিদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এনআরসি এবং নাগরিকত্ব বিলকে এক করে ধরে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলেও মত কেন্দ্রের।

ইনসেনটিভ দেওয়ার ভাবনা

ইনসেনটিভ দেওয়ার ভাবনা

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সময় তাদের ইনসেনটিভও দেওয়ার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। যেখানে বলা হতে পারে, উত্তর-পূর্বের রাজ্য বাদ দিয়ে অন্য কোথাও গেলে তাঁদের সেই ইনসেনটিভ দেওয়া হবে।

ভুল বোঝাবুঝির জেরে নিরাপত্তাহীনতা

ভুল বোঝাবুঝির জেরে নিরাপত্তাহীনতা

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপত্র অশোক প্রসাদ বলেছেন, ভুল বোঝাবুঝির জেরে উত্তরপূর্বের মানুষদের মধ্যে নিরপত্তাহীনতা তৈরি হয়েছে। কেননা বিলে কাউকে সরাসরি নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়নি। একটি নির্দিষ্ট জায়গার, নির্দিষ্ট ক্যাটেগরির মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যাতে শর্তও রাখা হয়েছে। তাতে একরাতে কেউ নাগরিক হয়ে যেতে পারবে না।

নাগরিকত্ব বিল লোকসভায় পাশ হয়ে গিয়েছে ৮ জানুয়ারি। রাজ্যসভায় বিলটি পেশ করা হয়েছে। বিহারে বিজেপি জোট সঙ্গী জেডিইউ বিলের বিরোাধিতা করার কথা জানিয়েছে। উত্তর-পূর্বের রাজ্যগুলির বেশিরভাগ জায়গায় এই বিল নিয়ে বিরোধিতা শুরু হয়েছে। অন্যদিকে এই বিল অসম চুক্তির বিরোধী বলে দাবি উঠেছে।

বর্তমানের আইন অনুযায়ী, কোনও বিদেশি নাগরিক ১২ বছর এদেশে থাকলে, তিনি নাগরিকত্বের দাবি করতে পারেন। নাগরিকত্ব সংশোধনী বিলে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত সেদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট এবং খ্রিস্টানরা ভারতে সাত বছর থাকলে, নাগরিকত্বের দাবি করতে পারবেন। আর এই দাবি প্রযোজ্য হবে তাঁদেরই ক্ষেত্রে যাঁরা ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তাঁদের ক্ষেত্রে।

রাজ্যের হাতেই থাকবে প্রস্তাব পাঠানোর দায়িত্ব

রাজ্যের হাতেই থাকবে প্রস্তাব পাঠানোর দায়িত্ব

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপত্র অশোক প্রসাদ বলেছেন, নতুন বিলের অধীনে দাবি ও প্রস্তাব নিয়ে আবেদনের যাচাই করবে রাজ্য সরকার। পরে তারা প্রস্তাব পাঠাবে কেন্দ্রকে। এরপরেই কেন্দ্র তাদের কাজ করবে। রাজ্য প্রস্তাব না দিলে, কেউই সেই রাজ্যের নাগরিকত্ব পাবে না বলে জানিয়েছন তিনি।

এনআরসি ও নাগরিকত্ব বিল আলাদা

এনআরসি ও নাগরিকত্ব বিল আলাদা

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপত্র অশোক প্রসাদ এনআরসি এবং নাগরিকত্ব বিল নিয়ে ধারনা আলাদা করেছেন। তিনি বলেছেন, যাঁরা এনআরসির জন্য আবেদন করেছেন, তাঁরা কোনওভাবেই নাগরিকত্ব বিলের অধীনে আবেদন করতে পারবেন না। বিলটি অসম কেন্দ্রিক নয়, সারা দেশের ক্ষেত্রেই বিলটি প্রযোজ্য বলে মন্তব্য করেছেন তিনি।

(ছবি সৌজন্য: পিটিআই)

English summary
North-East heat makes Centre warm up to state consent on Citizenship (Amendment) Bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X