For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে আসবে? এবছর কেমন বৃষ্টিপাত হবে সারা দেশে? জেনে নিন

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ মে : গরমের দাবদাহে প্রতিবছরের মতো এবছরও সারা ভারতে বহু মানুষের প্রাণ গিয়েছে। দক্ষিণের রাজ্য বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় কয়েকশো মানুষ গরমের বলি হয়েছেন। এর পাশাপাশি দেশের বেশ কয়েকটি রাজ্য খরার কবলে পড়েছে।

গরমকালে ঘামের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

গরমে এনার্জি ধরে রাখার উপায়

ফলে সকলে এখন অপেক্ষা করছেন বহু প্রতীক্ষিত বর্ষার। কবে বর্ষা আসবে সেটাই এখন প্রশ্ন আমজনতা থেকে শুরু করে সকলের। যে দাবদাহ এখনও অব্যাহত তা জুড়োতে পারে একমাত্র বর্ষা এলেই। ফলে আকাশের দিকেই চেয়ে রয়েছে দেশবাসী।

কবে আসবে? এবছর কেমন বৃষ্টিপাত হবে সারা দেশে? জেনে নিন

সংসদে এদিন প্রশ্নোত্তর পর্বে বিবৃতি দিতে গিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, এবছরের মে মাসের শেষে বা জুন মাসের শুরুতেই কেরল গিয়ে ভারতে বর্ষার আগমন হবে। বিভিন্ন হাওয়া অফিসের তরফে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে বলে তিনি সংসদে জানিয়েছেন।

গরমে সানস্ট্রোক থেকে বাঁচতে এগুলি খান

প্রবল গরমে দিল্লির রাস্তার পিচ গলে জল

জানা গিয়েছে, এবছর দক্ষিণ কেরলে মে মাসের শেষদিন অথবা জুনের প্রথমদিকে (তিন-চারদিন কম-বেশি হতে পারে) বর্ষা ঢুকবে। সেইমতো আগামী ১৫ মে বর্ষার ভবিষ্যদ্বাণী করা হবে।

প্রসঙ্গত, গত ২০০৭ সাল থেকে নয়া পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আবহাওয়ার ভবিষ্যদ্বাণী করছে দেশের হাওয়া অফিসগুলি। অন্য অনেক দেশের তুলনায় ভারতের এই প্রযুক্তি অনেক বেশি আধুনিক ও বাস্তবসম্মত।

English summary
Normal rainfall predicted this year: Government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X