For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের মাঝেই কমল রান্নার গ্যাসের দাম! কলকাতায় সিলিন্ডার পাবেন কত টাকায়?

Google Oneindia Bengali News

লকডাউনের মধ্যেই সুখবর মধ্যবিত্তদের জন্য। দেশের জ্বালানি সংস্থাগুলির সম্মিলিত সিদ্ধান্তে ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম কমল দেশজুড়ে। ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, চারটি শহরে কার্যকর করা হয়েছে নয়া দাম।

দিল্লিতে গ্যাসে সিলিন্ডারের নতুন দাম

দিল্লিতে গ্যাসে সিলিন্ডারের নতুন দাম

দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৬২.৫ টাকা৷ দাম কমে প্রতি সিলিন্ডারের দাম হয়ে ৫৮১.৫০ টাকা৷ অন্যদিকে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ২৫৬ টাকা কমে ১০২৯.৫০ টাকা হয়ে গিয়েছে৷

মুম্বই ও চেন্নাইতে সিলিন্ডারপিছু দাম কত?

মুম্বই ও চেন্নাইতে সিলিন্ডারপিছু দাম কত?

মুম্বইতে সিলিন্ডারপিছু দাম ৭১৪.৫০ টাকা। আগে এর দাম ছিল ৭৭৬.৫০ টাকা। চেন্নাইতে সিলিন্ডারপিছু দাম ৭৬১.৫০ টাকা। আগে এর দাম ছিল ৮২৬ টাকা। মুম্বইতে ১৯ কেডির সিলিন্ডারের দাম হয়েছে ৯৭৮ টাকা। চেন্নাইতে ১৯ কেজি সিলিন্ডারের নতন দাম ১১৪৪.৫০ টাকা৷

কলকাতায় রান্নার গ্যাসের দাম

কলকাতায় রান্নার গ্যাসের দাম

এছাড়া কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডার পিছু দাম হয়েছে ৭৭৪.৫০ টাকা। আগে এর দাম ছিল ৮৩৯.৫০ টাকা। কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম হয়েছে কলকাতায় দাম কমে হয়েছে ১০৮৬.০০ টাকা।

পরিবর্তন হয়নি জ্বালানি তেলের দাম

পরিবর্তন হয়নি জ্বালানি তেলের দাম

নতুন দাম এদিন থেকেই লাগু করা হবে। এদিকে লকডাউনের জেরে দেশে পেট্রোল ও ডিজেলের চাহিদা কমে গিয়েছে অনেকটাই। তা সত্ত্বেও লকডাউনের ৩৮ তম দিনেও পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি। দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম ৬৯.৫৯ টাকা ও ডিজেলের দাম ৬২.২৯ টাকা৷

English summary
Non-subsidised LPG cylinder Price Cut in kolkata, delhi, mumbai and chennai amid lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X