For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই বাঙালির হাত ধরে এবারের দিওয়ালিতে ধোঁয়া মুক্ত বাজি, জেনে নিন বিস্তারিত

মোহালির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের গবেষক সম্রাট ঘোষ এবং তাঁর কিছু ছাত্র মিলে এই দূষণ মুক্ত বাজি তৈরি করেছেন।

  • |
Google Oneindia Bengali News

বাঙালি কেমিক্যাল সায়েন্স অধ্যাপকের হাত ধরে এবারের দিওয়ালিতে বাজারে আসতে চলেছে দূষণ মুক্ত বাজি। মোহালির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের গবেষক সম্রাট ঘোষ এবং তাঁর কিছু ছাত্র মিলে এই দূষণ মুক্ত বাজি তৈরি করেছেন।

এই বাঙালির হাত ধরে এবারের দিওয়ালিতে ধোঁয়া মুক্ত বাজি, জেনে নিন বিস্তারিত

প্লাস্টিকের বোতলে দূষণ মুক্ত বাজি তৈরি হয়েছে। যার বর্তমান নাম 'আইআইএসইআর-এম পলিউশন ফ্রি ফায়ার ক্র্যাকার'।

তবে এই বাজি বেশি দিন রাখা যাবে না। এইসব বাজির রাসায়নিক সংযুক্তির ধরণ এমনটাই। তৈরির পর থেকে এই বাজির আয়ু ১০ থেকে ১২ দিন বলে জানা গিয়েছে। তৈরির ১০ থেকে ১২ দিন পরে এই বাজি নিজের থেকেই নষ্ট হয়ে যাবে। ফলে আগুন থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও খুবই কম থাকছে।

গবেষক সম্রাট ঘোষ জানিয়েছেন, ভারতের উৎসবের সঙ্গে বাজি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী হর্ষবর্ধনের অনুরোধেই তিনি এই বাজি তৈরি করেছেন বলে জানিয়েছেন। তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন এবং তাতে সফল হয়েছে।

তবে বাজি তৈরির সময় এটাও নজরে রাখা হয়েছে, যাতে তা তৈরি করতে কম খরচ হয়।

English summary
Non polluting firecracker in this Diwali by Bengali Assistant Professor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X