For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমি মুখ্যমন্ত্রী,আমি এখানে সবজি বেচতে আসিনি..', রাজস্থানে সচিন প্রসঙ্গে সুর চড়িয়ে গর্জন অশোকের

'আমি মুখ্যমন্ত্রী,আমি এখানে সবজি বেচতে আসিনি..', রাজস্থানে সচিন প্রসঙ্গে সুর চড়িয়ে গর্জন অশোকের

Google Oneindia Bengali News

সচিন পাইলটের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার খেলায় এখনও মত্ত রাজস্থানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী। অশোক গেহলোট শিবির ইতিমধ্যেই দাবি করেছে যে রাজস্থানে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়ানোর জন্য ঘোড়া কেনাবেচা হয়েছে প্রবল। এমন পরিস্থিতিতে এদিন অশোক গেহলোট আবারও হুঙ্কার দিয়েছেন সচিন শিবিরের বিরুদ্ধে।

সচিন পাইলট বিজেপিতে যোগ দেওয়ানোর জন্য ৩৫ কোটি টাকা ...

সচিন পাইলট বিজেপিতে যোগ দেওয়ানোর জন্য ৩৫ কোটি টাকা ...

এদিকে, রাজস্থান কংগ্রেসের তরফে বিধায়ক গিরিরাজ মালিঙ্গা দাবি করেছেন, তাঁকে বিজেপিতে যোগ দেওয়ানোর জন্য সচিন পাইলট ৩৫ কোটি টাকার অফার দিয়েছিলেন। অশোক শিবিরের নেতা গিরিরাজ সহ কংগ্রেসের একটা বড় অংশ দাবি করছে, যে মধ্যপ্রদেশে বিজেপির যে দল কংগ্রেসে ভাঙন ধরিয়ে ছিল তারাই রাজস্থানে কাজ করছে। আর এই গোটা ষড়যন্ত্রের হোথা সচিন পাইলট।

 'গোবেচারা মুখ নিয়ে সচিন ষড়যন্ত্র করবেন , কেউ ভাবতে পারেনি, '

'গোবেচারা মুখ নিয়ে সচিন ষড়যন্ত্র করবেন , কেউ ভাবতে পারেনি, '

অশোক গেহলটের দাবি, 'গোবেচারা মুখ নিয়ে সচিন ষড়যন্ত্র করবেন , কেউ ভাবতে পারেনি, '। অশোর গেহলট আরও দাবি করে জানান, সচিন পাইলট গত ৬ মাস ধরে তাঁর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে ঘোড়া কেনা বেচা করে গিয়েছেন। যাতে অশোক সরকার পড়ে যায়। উল্লেখ্য, কংগ্রেস বারবার সচিনের বিরুদ্ধে গদির লোভের অভিযোগ তুলছে। যা নিয়ে এখনও পর্যন্ত আলাদা করে সচিন শিবির কিছু জানায়নি।

'আমি মুখ্যমন্ত্রী, সবজি বেচতে আসিনি'

'আমি মুখ্যমন্ত্রী, সবজি বেচতে আসিনি'

অশোকের দাবি, তিনি বহুদিন ধরেই ধরে ফেলেছিলেন যে সচিন পাইলট তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আর সেই প্রসঙ্গেই অশোক গেহলটের বার্তা ' আমি এখানে সবজি বেচতে আসিনি, আমি মুখ্যমন্ত্রী ', ফলে তাঁর পক্ষে এই ষড়যন্ত্র ধরে ফেলা যে বড় কথা নয়, তা অশোক গেহলট বারবার মনে করিয়ে দিয়েছেন।

 কংগ্রেসের অন্দরমহল ও অশোক

কংগ্রেসের অন্দরমহল ও অশোক

অশোক গেহলট দাবি করেন যে, গত ৬ মাস ধরে যে সচিন শিবির কংগ্রেস সরকারকে ফেলার চেষ্টা করছে, তা পার্টির ভিতরে কেউ বিশ্বাস করতে চাননি। এরপরই রাজস্থানে এই নয়া পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে , ক্ষোভের সুরে সচিনকে নিয়ে অশোক গেহলট বলেন যে, ভালো ইংরেজি বলতে পারলে, আর সুন্দর দেখতে হলেই রাজনীতি হয়না। রাজনীতিতে টিকে থাকতে গেলে অনেক ধরনের লড়াই তৃণমূলস্তর থেকে করতে হয়। উল্লেখ্য, বর্তমানে ইগো-র লড়াইয়ে অগ্নিগর্ভ কংগ্রেস, সচিন পর্ব সমাধানে ব্যস্ত।

রোখা যাচ্ছে না দামাল করোনাকে! লকডাউনের মেয়াদ বৃদ্ধির সাথে জেলায় জেলায় বাড়ছে কড়াকড়ি রোখা যাচ্ছে না দামাল করোনাকে! লকডাউনের মেয়াদ বৃদ্ধির সাথে জেলায় জেলায় বাড়ছে কড়াকড়ি

English summary
Nobody knew that a person with such innocent face will do conspiracy , Gehlot accuses Pilot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X