For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে তিহার জেলেও কাটাতে হয়েছে ১০ দিন

ভারতীয় বংশোদ্ভুত অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় বংশোদ্ভুত অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সোমবার। কলকাতার সাউথ পয়েন্ট, প্রেসিডেন্সি এবং দিল্লির জেএনইউ-এর এই প্রাক্তনী এশিয়ার বৃহত্তম তিহার জেলেও কাটিয়েছেন ১০ দিন। ছাত্র হিসেবে বিক্ষোভে অংশ নেওয়ার জেরে তাঁকে তিহারে কাটাতে হয়েছিল।

ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন অভিজিৎ

ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন অভিজিৎ

ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ১৯৮৩ সালে জেএনইউ-এর ছাত্রসংসদের সভাপতিকে বহিষ্কার করা হয়েছিল। যার জেরে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়েছিল জেএনইউতে। ঘেরা করা হয়েছিল উপাচার্যের আবাস।

তিহারে কাটাতে হয়েছিল ১০ দিন

তিহারে কাটাতে হয়েছিল ১০ দিন

জেএনইউতে বিক্ষোভের জেরেই গ্রেফতার করে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে তিহারে পাঠিয়েছিল তৎকালীন দিল্লির প্রশাসন। ১৯৮৩ সালে ১০ দিন তিহারে কাটাতে হয়েছিল আজকের নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে।

খুনের চেষ্টায় অভিযুক্ত

খুনের চেষ্টায় অভিযুক্ত

২০১৬ সালে সংবাদ মাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিহারের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তিহারে ১০ দিনে কাটানোর সময় অত্যাচার করা হয়েছিল। পেটানো হয়েছিল লাটি দিয়ে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। যদিও পরে সেই অভিযোগ তুলে নেওয়া হয়েছিল।

তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ

তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ

তাঁর এই জেল যাত্রা নিয়ে তৎকালীন কেন্দ্রের কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অধ্যাপকদের বিরুদ্ধেও অভিযোগ ছিল তাঁর।

সস্ত্রীক নোবেল পুরস্কার প্রাপক

সস্ত্রীক নোবেল পুরস্কার প্রাপক

সোমবার নোবেল কমিটি ২০১৯-এ অর্থনীতিতে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করে। যাঁদের মধ্যে রয়েছেন সস্ত্রীক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এস্টার ডাফলো। এছাড়াও মাইকেল ক্রেমারও নোবেল পেয়েছেন। উল্লেখ করা যেতে পারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রীও এমআইটিতে অধ্যাপনা করেন।

English summary
Nobel Laureate Abhijit Banerjee spent 10 days in Tihat jail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X