ভারতীয় অর্থনীতির নড়বড়ে অবস্থা! দ্ব্যর্থহীন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
ভারতীয় অর্থনীতি নড়বড়ে অবস্থায় রয়েছে। অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়ার পর সাংবাদিকরা তাঁর কাছে ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন করেছিলেন। তখন তিনি এই উত্তর দেন। যে তথ্য পাওয়া যাচ্ছে তা থেকে বলা সম্ভব নয়, যে খুব তাড়াতাড়ি এই পরিস্থিতির পরিবর্তন হবে। জানিয়েছেন তিনি।

'বৃদ্ধির আশ্বাস শেষ'
আমেরিকা থেকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, গত পাঁচ থেকে ছয় বছরে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। কিন্তু বর্তমানে বৃদ্ধির আশ্বাস টুকুও শেষ হয়ে গিয়েছে। মন্তব্য করেছেন তিনি।

২০ বছর ধরে গবেষণা
সোমবার স্ত্রী এস্থার ডাফলোর সঙ্গে নোবেল পুরস্কার পেয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। নোবেল প্রাপক হিসেবে নাম ঘোষণার পর তিনি জানিয়েছেন, এই ঘোষণায় তিনি একটু অবাকই হয়েছিলেন। এত তাড়াতাড়ি তিনি এই পুরস্কার পেতে পারেন তা ভাবতেও পারেননি। তিনি ভেবেছিলেন নোবেল পেতে আরও অন্তত ১০ বছর সময় লেগে যেতে পারে। গত কুড়ি বছর ধরে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর তাঁরা কাজ করে চলেছেন বলে জানিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

সাহায্য করেছে কলকাতা
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় বসবাস করার কারণেও দুদশকের গবেষণায় তিনি সাহায্য পেয়েছেন। এপ্রসঙ্গে তিনি বলেছেন, গবেষণার কাজে বিভিন্ন দেশে গিয়েছেন তিনি। তবে শিশু কিংবা কিশোর বয়সের অভিজ্ঞতা গবেষণার প্রথমের দিকে বেশ সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি।

এমআইটিতে ফোর্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল প্রফেসর
প্রেসিডেন্সি, জেএনইউ, হার্ভার্ডের ছাত্র অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পিএইচডি করেন ১৯৮৮ সালে। তিনি বর্তমানে এমআইটিতে ফোর্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল প্রফেসর।

খবর জানার পর ঘুমিয়েছেন ৪০ মিনিট
সোমবার তিনি জানিয়েছেন, নোবেল পুরস্কার পাওয়ার কথা জানার পর তিনি ঘুমিয়েছিলেন প্রায় ৪০ মিনিট। কেননা তিনি জানতেন উঠে পড়লেই, তাঁর কাছে একের পর ফোন আসতে থাকবে।