For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

SBI ATM New Rule: ওটিপি ছাড়া এটিএম থেকে বেরবে না আর টাকা! রইল সেই নিয়ম

SBI ATM New Rule: ওটিপি ছাড়া এটিএম থেকে বেরবে না আর টাকা! রইল সেই নিয়ম

  • |
Google Oneindia Bengali News

SBI ATM New Rule: করোনা পরিস্থিতিতে বেড়েছে এটিএমের ব্যবহার। আর এর সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে এটিএম জালিয়াতির সংখ্যাও। এই অবস্থায় গ্রাহকদের আরও সুরক্ষিত ব্যবস্থা দিতে চায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। আর সেই কারনে একেবারে নতুন একটা উপায় নিয়ে আসতে চলেছে দেশের সবথেকে বড় এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক। সাইবার অপরাধ কমাতেই এই ধরনের পদক্ষেপ ব্যাঙ্কের। যদিও সুরক্ষিত ব্যাংকিং পরিষেবা দিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে। যার মধ্যে গুরুত্বপূর্ণ এটি।

ওটিপির মাধ্যমে লেনদেন

ওটিপির মাধ্যমে লেনদেন

নয়া এই সিদ্ধান্ত অনুযায়ী SBI এটিএমের মাধ্যমে সমস্ত রকম লেনদেন আরও সুরক্ষিত রাখতে ওটিপির মাধ্যমে লেনদেন (SBI ATM New Rule) শুরু করে। নয়া এই সিদ্ধান্ত মোতাবেক গ্রাহকরা ওটিপি'র মাধ্যমেই এটিএম থেকে টাকা তুলতে পারবে। গ্রাহকদের রেজিস্টার মোবাইলে প্রথমে একটি ওটিপি যাবে। ওই ওটিপির ভিত্তিতেই এটিএম থেকে টাকা পাবেন। এই সিস্টেমের মাধ্যমে টাকা তোলা অনেক বেশি সুরক্ষিত। কারণ এটিএম ছাড়া কোনও ভাবেই টাকা তোলা যাবে না। মোবাইল ফোনে আসা ওটিপি নম্বর এটিএমে দেওয়ার পরেই টাকা বের হবে।

এই সিস্টেম জালিয়াতের বিরুদ্ধে বড় লড়াই

এই সিস্টেম জালিয়াতের বিরুদ্ধে বড় লড়াই

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি এই সুবিধার বিষয়ে তাঁদের টুইটে বিস্তারিত জানিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছে এই সিস্টেম জালিয়াতের বিরুদ্ধে বড় লড়াই। গ্রাহকরা যখনই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড থেকে এটিএম থেকে টাকা তুলবে সঙ্গে সঙ্গে গ্রাহকদের মোবাইল ফোনে চার অঙ্কের একটি ওটিপি চলে আসবে। এটিএমে কার্ড দেওয়ার পরেই একটা অপশন খুলে যাবে আর সেখানে ওটিপি দিতে হবে। ওটিপি ভেরিফাই হওয়ার পরেই মেশিন থেকে টাকা বেরিয়ে আসবে।

নয়া এই সিস্টেম কীভাবে কাজ করছে

নয়া এই সিস্টেম কীভাবে কাজ করছে

২০২০ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুরক্ষার বিষয়কে মাথায় রেখে ওটিপি'র সাহায্যে এটিএম লেনদেনের ব্যবস্থা করা হয়। ওই সিস্টেম নতুন করে ফের একবার চালু করা হয়েছে ব্যাঙ্কের তরফে। এই ব্যবস্থার পাশাপাশি আরও সুরক্ষা ব্যবস্থাও এর সঙ্গে যোগ করা হয়েছে। এটিএম থেকে টাকা তোলার সময়ে গ্রাহকের রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। যা এটিএমের মাধ্যমে ভেরিফাই করতে হবে। এটিএমের সঙ্গে ওই ওটিপি নম্বর মিল না হলে কখনই টাকা বের হবে না। ফলে টাকা তোলার সময়ে অবশ্যই সঙ্গে রাখতে হবে মোবাইল।

SBI ATM এই নিয়ম কাজ করবে

SBI ATM এই নিয়ম কাজ করবে

এই নিয়ম শুধুমাত্র SBI এর যে কোনও এটিএম কিংবা ডেবিট কার্ডের জন্যে প্রযোজ্য। যদি আপনার কাছে অন্য কোনও ব্যংকের ডেবিট কার্ড ব্যবহার করেন আর এসবিআইয়ের এটিএম থেকে টাকা তোলেন তাহলে ওটিপি'র কোনও প্রয়োজন নেই। আবার এসবিআইয়ের। কার্ড নিয়ে অন্য কোনও এটিএম মেশিন থেকে টাকা তোলার সময়ে কোনও ওটিপির প্রয়োজন হবে না। এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কার্ডই ব্যবহার করতে হবে। আর তা করলেই একমাত্র ওটিপি চলে আসবে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
No withdrawal without OTP from ATM, know the new rule of SBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X