For Quick Alerts
For Daily Alerts
করোনার নয়া স্ট্রেন ঘিরে ক্রমেই ঘনীভূত রহস্য! খোঁজ মিলছে না শতাধিক ব্রিটেন ফেরত যাত্রীর
গত কয়েকদিনে এখনও পর্যন্ত ব্রিটেন থেকে দেশে ফেরা ১০০ জনেরও বেশি যাত্রীর শরীরে করোনা সংক্রমণ মিলেছে। এরই মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে তেলেঙ্গানার ২৭৯ জন যাত্রীকে নিয়ে। শুধু তেলাঙ্গানা নয়, পুনেতেও ১০০ জনের বেশি ব্রিটেন ফেরত যাত্রীর কোনও খোঁজ নেই। এর জেরে কন্ট্যাক্ট ট্রেসিং করা অসম্ভব হয়ে পড়ছে সরকারের কাছে।
{photo-feature}
চিন-পাক 'ষড়যন্ত্রে' কাশ্মীরকে যুক্ত করতে চাইছেন মেহবুবা! পিডিপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক