For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যপালের নির্দেশ না মেনেই বিধানসভা মুলতুবি করলেন স্পিকার, রাতভর অবস্থানে বিজেপি

রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে কর্নাটকে। রাজ্যপাল আজই আস্থাভোট করতে বললেও স্পিকার সেই নির্দেশ অমান্য করেই বিধানসভা দিনের মতো মুলতুবি করে দিয়েছেন। অর্থা! আজ হচ্ছে না আস্থাভোট।

Google Oneindia Bengali News

রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে কর্নাটকে। রাজ্যপাল আজই আস্থাভোট করতে বললেও স্পিকার সেই নির্দেশ অমান্য করেই বিধানসভা দিনের মতো মুলতুবি করে দিয়েছেন। অর্থা! আজ হচ্ছে না আস্থাভোট। স্পিকার জানিয়েছেন কাল আস্থাভোট হবে। এদিকে আজই আস্থাভোটের দাবিতে রাতভর বিধানসভায় অবস্থান বিক্ষোভে বসতে চলেছে বিজেপি।

রাজ্যপালের নির্দেশ না মেনেই বিধানসভা মুলতুবি করলেন স্পিকার, রাতভর অবস্থানে বিজেপি

মধ্যরাত হলেও আজই আস্থাভোটের দাবি জানিয়েছিলেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। জোট সরকার অকারণে আস্থাভোট করাতে দেরি করছে অভিযোগ করে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই আবেদন শুনেই রাজ্যপাল আজই রাতের মধ্যে আস্থাভোট করানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু েবগতিক দেখে রাজ্যপালের নির্দেশও মানেননি স্পিকার।

আজই আস্থাভোট করবেন বলে আগেই জানিয়েছিলেন কুমারস্বামী। কিন্তু গতকাল শীর্ষ আদালতের নির্দেশের পর তিনি বুঝতে পেরে যান আস্থাভোট হলে সরকার পড়ে যাবে। তাই বৃহস্পতিবার সকাল থেকেই কেবল একের পর এক বক্তব্য পেশ করেছেন তিনি। সময় কাটাতে দীর্ঘািয়ত হয়েছে তাঁর বক্তব্য। শেষে অনেকটা অধৈর্য হয়েই আস্থাভোটের জন্য মরিয়া হয়ে ওঠে বিজেপি।

স্পিকার শুক্রবার সকাল ১১টা পর্যন্ত বিধানসভা মুলতুবি করে দেওয়ার কথা ঘোষণা করলে আরও অনড় অবস্থান নেয় বিজেপি। আস্থাভোটের দাবিতে রাতভর তাঁরা বিধানসভায় অবস্থান বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন বিএস ইয়েদুরাপ্পা। এই পরিস্থিতিতে রাতভর চরম নাটকীয় পরিস্থিতি হতে হলেছে কর্নাটকে।

[আরও পড়ুন: 'মধ্যরাত হলেও আজই হোক আস্থা ভোট', রাজ্যপালের এই নির্দেশ অমান্য স্পিকারের][আরও পড়ুন: 'মধ্যরাত হলেও আজই হোক আস্থা ভোট', রাজ্যপালের এই নির্দেশ অমান্য স্পিকারের]

English summary
No trust vote today, Karnataka Assembly adjourned till 11 am tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X