For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় পতাকার অবমাননা বরদাস্ত নয়! লালকেল্লা কাণ্ডে কোন কঠোর পদক্ষেপের পথে কেন্দ্র?

Google Oneindia Bengali News

সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর ব়্যালিকে কেন্দ্র করে হিংসার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল কেন্দ্রীয় সরকার৷ লালকেল্লায় যেভাবে জাতীয় পতাকার অপমান করা হয়েছে তা কিছুতেই মেনে নেবে না বলে তাদের তরফে বলা হয়েছে৷ পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর৷

ট্রাক্টর ব়্যালিতে হিংসার ঘটনায় মোট ২২টি এফআইআর

ট্রাক্টর ব়্যালিতে হিংসার ঘটনায় মোট ২২টি এফআইআর

সাধারণতন্ত্র দিবসের দিনে কৃষকদের ট্রাক্টর ব়্যালিতে হিংসার ঘটনায় মোট ২২টি এফআইআর দাখিল করেছে দিল্লি পুলিশ৷ বুধবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন দিল্লি পুলিশের আধিকারিকরা৷ এফআইআরগুলি দাখিল করা হয়েছে অশান্তি, সরকারি সম্পত্তির ক্ষতি ও অস্ত্র নিয়ে সরকারি কর্মচারীদের উপর আক্রমণের অভিযোগে৷ অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ সেইদিনের ভিডিয়ো ফুটেজ ভালো করে খতিয়ে দেখছে বলে আজ জানান দিল্লি পুলিশের আধিকারিকরা৷

৩৯০ জন পুলিশকর্মী জখম হয়েছেন

৩৯০ জন পুলিশকর্মী জখম হয়েছেন

দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ সম্মতিতে হওয়া ট্র্যাক্টর ব়্যালি গিরে হিংসার ঘটনায় মোট ৩৯০ জন পুলিশকর্মী জখম হয়েছেন৷ ৬ থেকে ৭ হাজার ট্রাক্টর নিয়ে কৃষকরা ২৬ তারিখ সকাল সাড়ে আটটা নাগাদ র্যালি করে৷ আগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তাদের সঞ্জয় গান্ধি ট্রান্সপোর্ট নগর পৌঁছে ডান দিকে যাওয়ার কথা ছিল৷ যদিও বিক্ষোভকারীরা ঘোড় সওয়ার হয়ে হাতে তলোয়ার ও অন্য অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে ও মুকরবা চক ও ট্রান্সপোর্ট নগরের মধ্যে পুলিশের অনেকগুলি ব্যারিকেড ভাঙে৷ বিবৃতিতে একথা জানায় দিল্লি পুলিশ৷

একাধিক ব্যারিকেড ভাঙে

একাধিক ব্যারিকেড ভাঙে

এক সিনিয়র পুলিশ অফিসার বলেন, আইটিওতে কৃষকদের একটি গ্রুপ, যারা গাজিপুর ও সিঙ্ঘু বর্ডার থেকে এসেছিল, তারা নতুন দিল্লি জেলার দিকে অগ্রসর করতে চাইছিল৷ যখন তাদের থামানো হয়, তখন একদল কৃষক হিংসাত্মক হয়ে ওঠে, একাধিক ব্যারিকেড ভাঙে৷ এছাড়া ট্রাক্টর দিয়ে পুলিশকর্মীদের পিষ্ট করার চেষ্টাও করে৷

লালকেল্লায় একাধিক পতাকা উত্তোলন করে কৃষকরা

লালকেল্লায় একাধিক পতাকা উত্তোলন করে কৃষকরা

এরপর তারা লাল কেল্লায় জড়ো হয়ে কৃষক ইউনিয়নের একাধিক পতাকা উত্তোলন করে৷ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আন্দোলনরত কৃষকদের সঙ্গে পুলিশের ইঁদুর দৌড় চলতেই থাকে৷ বেশিরভাগ ঘটনা মুকরবা চক, গাজিপুর, এ-পয়েন্ট আইটিও, সীমাপুরি, নাঙ্গোলই টি-পয়েন্ট, টিকরি বর্ডার ও লাল কেল্লা এলাকায় রিপোর্ট করা হয়েছে৷

দিল্লির বর্ডারের বিভিন্ন অংশে আন্দোলন করছে কৃষকরা

দিল্লির বর্ডারের বিভিন্ন অংশে আন্দোলন করছে কৃষকরা

বেশ কয়েকজন শিশু সহ ৩০০-র কাছাকাছি শিল্পী, যারা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন, তাঁরা লাল কেল্লার কাছে আটকে পড়েন৷ পরে পুলিশ তাঁদের উদ্ধার করে৷ তিনটি কৃষি আইন বাতিলের প্রতিবাদে ২৬ নভেম্বর থেকে দিল্লির বর্ডারের বিভিন্ন অংশে আন্দোলন করছে কৃষকরা৷

English summary
No tolerance on insult of National Flag at Red Fort, Says Centre after Republic Day chaos in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X