For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল-সোমেন বৈঠক! পশ্চিমবঙ্গে জোট নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন কংগ্রেস সভাপতি

বাংলায় তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে দলকে লড়াই করার নির্দেশ দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দিন কয়েক আগে তৃণমূল জানিয়েছিল তারা পশ্চিমবঙ্গে নির্বাচন পূর্ববর্তী কোনও জোট করবে না।

  • |
Google Oneindia Bengali News

বাংলায় তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে দলকে লড়াই করার নির্দেশ দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দিন কয়েক আগে তৃণমূল জানিয়েছিল তারা পশ্চিমবঙ্গে
নির্বাচন পূর্ববর্তী কোনও জোট করবে না। এরপর কংগ্রেস সভাপতি এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রাহুল-সোমেন বৈঠক

রাহুল-সোমেন বৈঠক

শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন। হাজির ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা গৌরব গগৈ।
সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি রাহুলের কাছে ব্যাখ্যা করেন সোমেন মিত্র। অন্যদিকে রাজ্যে বৈঠক করে যাওয়া গৌরব গগৈও
দলীয় কর্মীদের চাওয়া পাওয়ার কথা তুলে ধরেন বলে জানা গিয়েছে। এরপরেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন রাহুল।

ফেব্রুয়ারিতে ব্রিগেডে সভা কংগ্রেসের

ফেব্রুয়ারিতে ব্রিগেডে সভা কংগ্রেসের

ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ব্রিগেডে সমাবেশের আয়োজন করতে চলেছে বলে জানা গিয়েছে। সেখানে রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এর তারিখ পরে ঠিক করা হবে।

তৃণমূলের বিরুদ্ধে লড়াই

তৃণমূলের বিরুদ্ধে লড়াই

রাজনৈতিক মহলের আশা, কংগ্রেস সভাপতির সবুজ সংকেত পাওয়ার পর এবার রাজ্য কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে তেড়েফুঁড়ে নেমে পড়বে। কেননা পশ্চিমবঙ্গে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে কোনও জোট নেই।

সিপিএমই পছন্দ প্রদেশের

সিপিএমই পছন্দ প্রদেশের

সোমেন মিত্রও মনে করেন, প্রাক নির্বাচনী জোট হওয়া উচিত সিপিএমের সঙ্গে। তৃণমূলের সঙ্গে প্রাক নির্বাচনী জোটে গেলে কংগ্রেসেরই ক্ষতি। তৃণমূলই কংগ্রেসকে ভেঙে ভেঙে শেষ করে দিয়েছে, ফের তৃণমূলের সঙ্গে গেলে বাকিটাও শেষ হয়ে যাবে, এমনটাই অভিমত প্রদেশ নেতৃত্বের।

ভোটের পরে জোট

ভোটের পরে জোট

দিন কয়েক আগে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে নির্বাচন পূর্ববর্তী কোনও জোটের সম্ভাবনা না থাকলেও, ভোটের পর জোটের সম্ভাবনা খোলা রয়েছে বলে জানিয়েছিলেন।

(প্রতীকী ছবি)

English summary
No TMC-Congress alliance in West Bengal; Rahul Gandhi tells Somen Mitra to fight solo against BJP, Trinamool
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X