নির্দিষ্ট সময়ের মধ্যে নয়, হাসপাতাল চাইলে টিকাকরণ সেশনের সময় বাড়াতে পারে, নির্দেশ কেন্দ্রের
সোমবার থেকে দেশে শুরু হয়ে গিয়েছে করোনা ভাইরাস ভ্যাকসিনের টিকাকরণের দ্বিতীয় পর্যায়। এখনও পর্যন্ত ৫০ লক্ষ সুবিধাভোগী টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করেছেন। তবে এই দ্বিতীয় ধাপের টিকাকরণে দেশের বিভিন্ন জায়গায় অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার খবর আসছে।

সব বেসরকারি হাসপাতালে টিকাকরণ কেন্দ্র
মঙ্গলবার কেন্দ্রের পক্ষ থেকে সব রাজ্যকে বেসরকারি হাসপাতাল ও সরকারি স্বাস্থ্য বিমার আওতায় নয় এমন বেসরকারি হাসপাতালে টিকাকরণের মহড়া করার নির্দেশ দিয়েছে।
কেন্দ্র জানিয়েছে যে এই হাসপাতালগুলি চাইলে রাজ্যের সঙ্গে কথা বলে তাদের ভ্যাকসিন সেশনকে বাড়াতে পারে এবং বিকেল পাঁচটা পর্যন্ত সেশন চলার কোনও নির্দিষ্ট সময় নেই। এছাড়াও রাজ্য ও হাসপাতালগুলিকে ১৫ দিনের বদলে একমাসের জন্য টিকাকরণের স্লট খুলে রাখার জন্য বলা হয়েছে। বর্তমানে কোউইন পোর্টালে আবেদন করা সুবিধাভোগীরা কেবলমাত্র এক সপ্তাহের জন্য স্লট খুঁজে পাবেন।

বেসরকারি হাসপাতালে টিকাকরণ কেন্দ্র
সোমবার থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিন ড্রাইভ যা ষাটোর্ধ্ব এবং ৪৫ বছর ও যাঁদের একাধিক রোগ রয়েছে, তাঁদের টিকা দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের অধীনে প্রায় দশ হাজার বেসরকারি হাসপাতাল, কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য প্রকল্পের (সিজিএইচএস) আওতায় ৬০০ এবং রাজ্য স্বাস্থ্য বীমাকে টিকা কেন্দ্র হিসাবে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের সভাপতিত্বে, ভ্যাকসিন প্রশাসনের ক্ষমতায়িত গ্রুপের চেয়ারম্যান ডাঃ রাম এস শর্মার সঙ্গে এক উচ্চ-স্তরের বৈঠকে রাজ্যগুলিকে সমস্ত বেসরকারি হাসপাতালে টিকাকরণের সুবিধা বাড়ানোর ও তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ‘বেসরকারি হাসপাতালগুলি উল্লেখিত তিনটে বিভাগের আওতায় পড়ে না, যে কারণে তারা কোভিড-১৯ টিকাকরণ কেন্দ্র হিসাবে পরিচালনা করতে পারছে না। রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এইসব বেসরকারি হাসপাতালগুলিকে কোভিড-১৯ টিকাকরণ কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নিক।'

বেসরকারি হাসপাতালে টিকাকরণের ওপর নজর
রাজ্যকে এও নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত বেসরকারি হাসপাতাল, যেগুলি টিকাকরণের কেন্দ্র হিসাবে পরিচালিত হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে টিকা দেওয়ার কর্মী, টিকাকরণের ওপর পর্যবেক্ষণ করার মতো পর্যাপ্ত আধিকারিক, পর্যাপ্ত কোল্ড চেইন বন্দোবস্ত এবং প্রতিকূল ঘটনা দেখার জন্য পর্যাপ্ত পরিমাণে পরিচালনা ব্যবস্থা থাকে।

সময় বাড়ানো হয়েছে করোনা ভ্যাকসিন সেশনের
সেশনের সময় বাড়িয়ে দিয়ে ভূষণ টুইটে বলেন, ‘কোউইন ২.০ ভ্যাকসিনেশন সেশনের সময় সকাল ন'টা থেকে বিকেল পাঁচটা নয়। টাইমলাইনের মধ্যে শেষ হবে না। যদি হাসপাতালের যোগ্যতা থাকে, তবে টিকাকরণ বিকেল পাঁচটার পরও চলবে। এ নিয়ে তাদের রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে হবে।'

৪,৩৪,৯৮১ সুবিধাভোগীর টিকাকরণ
মঙ্গলবার দু'টি অগ্রাধিকার গ্রুপের ৪,৩৪,৯৮১ সুবিধাভোগী করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন বলে জানিয়েছে মন্ত্রক। কেন্দ্র এও জানিয়েছে যে সোমবার থেকে কোউইন ওয়েবসাইটে ৫০ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে। ডাঃ রাম এস শর্মা এ প্রসঙ্গে বলেন, ‘প্রতি নাম নথিভুক্ততে গড়ে ২ জন করে রেজিস্ট্রেশন করছেন, এর অর্থ কোটি কোটি মানুষ রেজিস্ট্রেশন করছেন।'