For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোনও সন্দেহজনক ফোন পাননি গৌরী লঙ্কেশ, দাবি এসআইটি-র

গত এক বছরে কোনও সন্দেহজনক ফোন আসেনি নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশের কাছে, তাঁর খুনের তদন্তে গঠিত এসআইটি সূত্রে এমনই জানা গিয়েছে ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

গত এক বছরে কোনও সন্দেহজনক ফোন আসেনি নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশের কাছে। তাঁর খুনের তদন্তে গঠিত এসআইটি সূত্রে এমনই জানা গিয়েছে। এমনকী গৌরীর আত্মীয়-স্বজন, বন্ধুরাও এই ধরনের কিছু মনে করতে পারছেন না বলে এসআইটি সূত্রে জানা গিয়েছে।

কোনও সন্দেহজনক ফোন পাননি গৌরী লঙ্কেশ, দাবি এসআইটি-র

গৌরী লঙ্কেশের হত্যার তদন্তে নেমে প্রায় ৬৫০ ফোন কল ঘেঁটে দেখেছে বিশেষ তদন্তকারী দল। গত এক বছরে এই ফোনগুলি তাঁর মোবাইল ও ল্যান্ডফোনে এসেছিল। বাড়ি ও অফিসে আসা ফোনকলগুলিও খতিয়ে দেখেছে এসআইটি। কিন্তু তাতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তদন্তকারী আধিকারিকরা প্রায় সবকটি নম্বরেই ফোন করে কথা বলেছেন। কিন্তু সেই নম্বরগুলির সঙ্গে হত্য়াকারীর কোনও যোগ নেই বলেই মনে করা হচ্ছে।

সেইসঙ্গে গৌরী লঙ্কেশের আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মীদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। গৌরী কোনও হুমকি ফোন, ই-মেল বা চিঠি পেয়েছিলেন কিনা তা মনে করতে পারছেন না কেউই। এমনকি গৌরী নিজেও কোনওদিন এই ধরনের কিছু বাড়িতে জানাননি বলেই দাবি করছেন তদন্তকারীরা। তবে খুনের দিন কয়েক আগে বাড়ির সামনে একজনকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন গৌরী। সেকথা তাঁর মাকেও জানিয়েছিলেন তিনি। অবশ্য সেসময়ে কেউই বিষয়টিকে পাত্তা দেননি বলেই জানিয়েছেন গৌরীর পরিবার।

English summary
Slained journalist Gauri Lankesh got no suspicious calls in last one year, says SIT sources, SIT has cross checked around 650 phone numbers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X