For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে ভারতকে কি আমন্ত্রণ জানানো হয়েছিল! কী দাবি ছিল নেহরুর

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে কোনও আসন ভারতকে 'অফার' করা হয়নি। ফলে ভারতের অস্বীকারের কোনও জায়গাই নেই।

  • |
Google Oneindia Bengali News

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে কোনও আসন ভারতকে 'অফার' করা হয়নি। ফলে ভারতের অস্বীকারের কোনও জায়গাই নেই। ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর লোকসভায় জেএন পারেখের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।

নিরাপত্তা পরিষদে ভারতকে আমন্ত্রণই জানানো হয়নি

নেহরু বলেন, ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি। ভুয়ো তথ্য সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছে। যার কোনও ভিত্তি নেই।

ঘটনা হল, সেইসময়ে খবর রটে, ভারতকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে আমন্ত্রণ জানানো হলেও ভারত তা গ্রহণ করেনি। ফলে স্থায়ী সদস্য হওয়া হয়নি।

নিরাপত্তা পরিষদের গঠন কেমন হবে তা তার কয়েক বছর আগেই রাষ্ট্রপুঞ্জ নির্ধারণ করে দিয়েছিল। ইউএন চার্টারে তার উল্লেখ ছিল। যার ভিত্তিতে কয়েকটি মাত্র দেশই এই স্থায়ী ও অস্থায়ী সদস্য হতে পারে। সেই বিষয়েই নেহরু জানিয়েছিলেন যে, ভারতকে সেই সময়ে কোনও আমন্ত্রণ জানানো হয়নি।

প্রসঙ্গত, বর্তমানে ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার জন্য প্রয়াস চালাচ্ছে আমেরিকা। বাকী কয়েকটি দেশও তাতে সম্মতি জানিয়েছে। তবে বিরোধিতার জায়গায় রয়েছে চিন। প্রতিবেশী ভারত নিরাপত্তা পরিষদের সদস্য হলে তা চিনের কূটনৈতিক অবস্থানকে বারবার চ্যালেঞ্জ করতে পারে। সেটা ভেবেই চিনের মতো দেশগুলি নেতিবাচক অবস্থানে রয়েছে।

English summary
'No seat being offered', Jawaharlal Nehru on permanent UNSC membership
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X