For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোথাও অবরোধ, কোথাও জ্বলল আগুন! ভারত বনধ -এ আটক ৬০৮ জন, দেখে নিন দিনভরের ঘটনা

ক্রমেই বেড়ে চলেছে তেলের দাম। লাগামছাড়া এই তেলের দামবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এদিন ভারত বনধের ডাক দেয় কংগ্রেস।কংগ্রেসের ডাকে এই বনধের সামিল হয় বিজেপি বিরোদী বিভিন্ন দল। সামিল হয় বাম দলগুলিও।

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই বেড়ে চলেছে তেলের দাম। লাগামছাড়া এই তেলের দামবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এদিন ভারত বনধের ডাক দেয় কংগ্রেস।কংগ্রেসের ডাকে এই বনধের সামিল হয় বিজেপি বিরোদী বিভিন্ন দল। সামিল হয় বাম দলগুলিও। দিল্লির রাজঘাট থেকে রামলীলা ময়দান পর্যন্ত যাত্রা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

এদিকে বনধ ঘিরে কোথাও পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে। কোথাও বা শিশু মৃত্যুর খবর আসতে থাকে। আবার কোথাও স্বাভাবিক ছন্দেই এগিয়ে চলে শহুরে জীবন। এদিকে, বিভিন্ন জায়গায় বনধের জেরে আটক করা হয়েছে মোট ৬০৮ জনকে। গ্রেফতার করা হয় ৬ জনকে।

রাহুলের নেতৃত্বে এদিন মিছিল চলে রাজধানীতে

বনধ সমর্থকদের সঙ্গে যোগ দিতে এদিন এদিন রাজঘাট থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলে যোগ দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

গুজরাতের ছবি

গুজরাতের ভারুচে এদিন টায়ার জ্বালানো হয়। কিছুক্ষণের জন্য থমকে যায় ট্রাফিক। সেই ছবি ক্যামেরাবন্দি হয়।

বিহারে ভালোই সাড়া পড়ে

এদিন রেল অবরোধকে কেন্দ্র কেরে বিহারে ব্যাপক সাড়া পড়ে। রাজেন্দ্র নগর রেলস্টেশনে এর প্রভাব পড়ে বেশ ভালো মতোই।

রাজস্থান

ভারত বনধ ঘিরে এদিন থমথমে চেহারা নেয় রাজস্থান। বিজেপি শাসিত রাজস্থানে এদিন বনধ ঘিরে কড়া সতর্কতা দেখা যায়।

ছত্তিশগড়

ছত্তিশগড়েও এদিন বনধ সমর্থকদের রাস্তায় এসে প্রতিবাদ জানাতে দেখা যায়। কংগ্রেস সমর্থকরা এদিন প্রতীকী প্রতিবাদে সরব হন।

মুম্বইতে 'রেল রোকো'

মুম্বইতে কংগ্রেস সমর্থকরা মেতে ওঠেন 'রেল রোকো' -তে। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় চলে রেল অবরোধ।

ভাঙচুর

বনধ ঘিরে চরম ভাঙচুর চলে মধ্যপ্রদেশে। সেখানে কংগ্রেস সমর্থকরা বনধের জেরে ভাঙচুর চালাতে থাকেন।

দিল্লি

নয়া দিল্লিতে বনধরে সমর্থনে রাস্তায় নামেন বাম নেতারাও। বনধ সমর্থকদের সঙ্গে দেখা যায় সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি।

English summary
No Role In Fuel Prices, Says BJP Amid Nationwide Bandh Protests on bharat bandh.Congress president Rahul Gandhi today launched a sharp attack on Prime Minister Narendra Modi and his government as more than 20 opposition parties supported an all-India strike over rising fuel prices. Accusing the government of spreading hatred and dividing the nation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X