For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে সীমান্তে পাক সেনাকে দেওয়া হল না 'মিষ্টির বাক্স',নেপথ্যে এই ঘটনা

বেশ কয়েকদিন ধরই কাশ্মীরের পাক সীমান্তে , ক্রামগত গুলির লড়াই চলছে। ভারতীয় সেনা ছাউনি তাক করে পাক সেনা ক্রামাগত হামলা করে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বেশ কয়েকদিন ধরই কাশ্মীরের পাক সীমান্তে , ক্রামগত গুলির লড়াই চলছে। ভারতীয় সেনা ছাউনি তাক করে পাক সেনা ক্রামাগত হামলা করে গিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানি হামলায় মারা গিয়েছেন সীমান্তবর্তী গ্রামের বহু মানুষ, শহিদ হন বিএসএফ জওয়ানরাও। এরপরই ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ভারত পাক সৌহার্দ্য বিনিময়ের সৌজন্যে ভাঁটা পড়ে।

প্রজাতন্ত্র দিবসে সীমান্তে পাক সেনাকে দেওয়া হল না 'মিষ্টির বাক্স',নেপথ্যে এই ঘটনা

প্রজাতন্ত্র দিবসের দিন পাকিস্তানের সঙ্গে প্রতিবছরই মিষ্টি আদানপ্রদান হয় ভারতের। কিন্তু কাশ্মীর সীমান্ত ক্রমাগত রক্তস্নাত হতে থাকায়, এবছর সেই মিষ্টি বিতরণের সৌজন্যমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে বিএসএফ-এর তরফে। এমনই দাবি সূত্রের। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে সীমান্ত বরাবর তাক করে এপর্যন্ত ১৩ জন নিরীহ ভারতীয়কে হত্যা করেছে পাকিস্তানি সেনা।

প্রজাতন্ত্র দিবসের আগের দিন অর্থাৎ ২৫ জানুয়ারি এর মধ্য়ে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়। এদিন , পাক গোলাবর্ষণের জেরে এক সেনা জওয়ান আহত হন। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। ঘটনার জেরে ক্ষুব্ধ ভারতীয় সেনা শিবির। বিএসএফ-এর তরফে এর পাল্টা জবাবে চরম গোলা বর্ষণ করা হয় ভারতের তরফে।

English summary
The Border Security Force has decided to forgo the customary Republic Day exchange of sweets with Pakistani Rangers, sources told India Today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X