রিয়ার টাকা আত্মসাতের প্রমাণ নেই, কেন আত্মহত্যা করলেন সুশান্ত খতিয়ে দেখছে সিবিআই
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যার কারণেই হয়েছে এবার সেই দিকটা নিয়ে তদন্ত করতে চলেছে সিবিআই। ৩৪ বছরের অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বান্দ্রার ফ্ল্যাট থেকে। মুম্বই পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যার অ্যাখা দেয় এবং দুর্ঘটনাজনিক মৃত্যুর রিপোর্ট দায়ের করে।
এরপর মুম্বই পুলিশ এই আত্মহত্যার পেছনের কারণ খতিয়ে দেখার চেষ্টা করে। এরই মধ্যে সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনেন রিয়া চক্রবর্তী ও অন্যান্যদের বিরুদ্ধে । বিহার পুলিশের কাছে ২৫ জুলাই এই অভিযোগ করা হয়। অভিনেতার মৃত্যর সঙ্গে বিভিন্ন দিক ও তত্ত্ব উঠে আসতে শুরু করে। ইডি এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থ তছরূপ ও মাদক সেবনের দিকটি খতিয়ে দেখে।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে সিবিআই
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পেছনে কি কারণ রয়েছে এখন সেই দিকে তদন্ত করাই একমাত্র লক্ষ্য সিবিআইয়ের। রিয়া চক্রবর্তী, পেশাগত প্রতিশোধ এবং বলিউডের স্বজন পোষণ, মাদক সেবনের প্রভাব ও সুশান্তের মানসিক স্বাস্থ্য সহ মাত্র পাঁচ-ছয়টি দিক রয়েছে তদন্তের ক্ষেত্রে।

রিয়া চক্রবর্তী অভিনেতার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছে প্রমাণ নেই
গত ৮ জুন রিয়া চক্রবর্তী প্রয়াত অভিনেতা সুশান্তের বাড়ি ছেড়ে চলে যান এবং অভিনেতার বোন মিতু সিং তাঁর সঙ্গে থাকার জন্য আসেন। সুশান্তের বাবা কে কে সিং তাঁর অভিযোগে জানিয়েছেন যে রিয়া তাঁর ছেলের অ্যাকাউন্ট থেকে১৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও করেছেন। যদিও সিবিআইয়ের মতে, তাদের তদন্তে টাকা আত্মসাতের তত্ত্বের প্রমাণ মেলেনি। ফরেন্সিক অডিট রিপোর্টে জানা গিয়েছে যে রিয়া অভিনেতার অ্যাকাউন্ট থেকে কোনও টাকা সরাননি।

দিশা সালিয়ান ও সুশান্তের মৃত্যুর মধ্যে কোনও যোগ নেই
সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান গত ৮ জুন বহুতল থেকে পড়ে মারা যান। তার ঠিক একসপ্তাহ পরেই মৃত্যু হয় সুশান্তের। এই দুই মৃত্যুর মধ্যে অনেকেই বহু যোগসূত্র খোঁজার চেষ্টা করেছেন। কিন্তু সিবিআইয়ের তদন্তে এই দুই মৃত্যুর মধ্যে কোনও যোগ নেই বলে জানা গিয়েছে।

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান গত ৮ জুন বহুতল থেকে পড়ে মারা যান। তার ঠিক একসপ্তাহ পরেই মৃত্যু হয় সুশান্তের। এই দুই মৃত্যুর মধ্যে অনেকেই বহু যোগসূত্র খোঁজার চেষ্টা করেছেন। কিন্তু সিবিআইয়ের তদন্তে এই দুই মৃত্যুর মধ্যে কোনও যোগ নেই বলে জানা গিয়েছে।
সিবিআই মুখপাত্র জানিয়েছে, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত সিবিআই তদন্ত এখনও অব্যাহত রয়েছে এবং সব দিকই সবিস্তারে পর্যবেক্ষণ করা হচ্ছে।' সম্প্রতি এমসের চিকিৎসক, যাঁরা সিবিআইয়ের টিমে রয়েছেন, তাঁরা সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলেছেন এবং এই মৃত্যুর সঙ্গে কোনও রহস্য লুকিয়ে নেই। যদিও এইমসের এই রিপোর্টে খুশি নন সুশান্তের পরিবার এবং তাঁরা নতুন ফরেন্সিক রিপোর্টের দাবি জানিয়েছেন।

মুক্তি পেলেন রিয়া চক্রবর্তী
সুশান্তেক মাদক দেওয়ার অভিযোগে এনসিবি রিয়া চক্রবর্তীকে গত ৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করেছিল। প্রায় একমাস পর জেল থেকে ছাড়া পেলেন রিয়া। যদিও রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর জামিন মঞ্জুর করেনি বম্বে হাইকোর্ট।

মাদক মামলায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী, ছাড়া পেলেন না ভাই শৌভিক