For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শৌচালয়ে রান্না করতে সমস্যা কোথায়, যদি..', মন্ত্রী ইমারতি আরও যা বললেন

কয়েকদিন আগে মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা বলেছিলেন, বাথরুম, বা নর্দমা পরিষ্কার করতে তিনি সাংসদ হননি।

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগে মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা বলেছিলেন, বাথরুম, বা নর্দমা পরিষ্কার করতে তিনি সাংসদ হননি। আর সেই মধ্যপ্রদেশেরই মন্ত্রী ইমারতি দেবী এবার দাবি করলেন শৌচালয়েই রান্নাঘরের কাজ করা যায়! তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

শৌচালয়ে রান্না করতে সমস্যা কোথায়, যদি.., মন্ত্রী ইমারতি আরও যা বললেন

মধ্যপ্রদেশের মন্ত্রী ইমারতি দেবীর প্রশ্ন, শৌচালয়ে রান্না করতে অসুবিধা কোথায়? প্রসঙ্গত, মধ্যপ্রদেশের কারেরাতে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয়ে চলছিল শিশুদের জন্য রান্না। এই বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই প্রশ্ন ধেয়ে আসে মন্ত্রীর দিকে। আর কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী ইমারতি দেবী। তিনি বলেন, 'আপনাদের বোঝা উচিত, ওখানে একটা পার্টিশন ছিল। এখনকার দিনে আমাদের বাড়িতেও সংযুক্ত রান্নাঘর আর শৌচালয় থাকে। তবে মাঝে পার্টিশন থাকে। যদি আমাদের বাড়িতে আত্মীয়রা এই সংযুক্ত শৌচালয় আর রান্নাঘরের জন্য খেতে মানা করেন তাহলে? '

এরপর মন্ত্রী বলেন, 'বাসনপত্র শৌচালয়ের একদিকে রাখতে পারেন। আমরা তো আমাদের বাড়িতেও বাসনপত্র রাখি।.. ' পাশপাশি, তাঁর দাবি, অঙ্গওয়াড়িতে শৌচালয়ে রান্নার বিষয়টি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। প্রসঙ্গত, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেখা গিয়েছে, কয়েকটি রান্নাঘরের বাসনপত্র শৌচালয়ের ভিতর রাখা রয়েছে। আর এই ঘটনা ঘিরে খাদ্য ও তার পরিচ্ছন্নতা প্রসঙ্গে বার বার প্রশ্ন উঠছে।

English summary
In yet another incident related to the government's midday meal scheme, a toilet at an Anganwadi centre in the Shivpuri district of Madhya Pradesh is being used to cook food for the children.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X