For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রান্নার গ্যাসের দাম বাড়ছে না, জল্পনা উড়িয়ে বললেন মন্ত্রী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রান্নার গ্যাস
নয়াদিল্লি, ১৩ জুন: দাম বাড়ছে না রান্নার গ্যাসের। সাধারণ মানুষ এখন ভর্তুকিপ্রাপ্ত দামে যে ক'টি সিলিন্ডার পাচ্ছে, ততগুলিই পাবে। শুক্রবার এই ঘোষণা করলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

এনডিএ সরকার রান্নার গ্যাসের দাম বাড়াতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল যে, ভর্তুকিও পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এ সব রটনাকে উড়িয়ে দিয়ে মন্ত্রী বলেছেন, "নরেন্দ্র মোদীজি সাধারণ মানুষের ওপর বোঝা চাপানোর অনুমতি দেবেন না কখনওই। এখন যে দামে মানুষ গ্যাস সিলিন্ডার পাচ্ছেন, সেই দামেই পাবেন। অতিরিক্ত বোঝা চাপানোর প্রশ্ন নেই। ভর্তুকি এবং ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডার, দু'টোই এখন দেওয়া হবে।"

প্রসঙ্গত, ইউপিএ সরকারের আমলে ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের সংখ্যা কমিয়ে ন'টি করা হয়েছিল। পরে সাধারণ মানুষের ক্ষোভ সামাল দিতে তা বাড়িয়ে ১২টি করা হয়। তাও বলা হয়েছিল, যারা আধার কার্ডের নম্বর জমা দেবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা চলে যাবে। কিন্তু নতুন সরকার আধার কমিটি ভেঙে দিয়েছে। ফলে ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে আর আধার কার্ড বাধ্যতামূলক থাকছে না।

পেট্রোল ও ডিজেল নিয়ে তিনি বলেন, "২০০৬ সাল থেকে পেট্রোলের দাম বিনিয়ন্ত্রণ করা হয়েছে। তখন থেকে এটা বাজারদরের সঙ্গে সম্পর্কিত। যদিও ডিজেলে এখনও ভর্তুকি চলছে। আসলে দেশে তেল ও গ্যাসের উৎপাদন বাড়ানো জরুরি। এমন নীতি নেওয়া উচিত যাতে সরকার, কৃষক ও গরিব মানুষ, কারও ওপরেই বোঝা না চাপে।"

শুক্রবার বিহারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)-এর আমলাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বিহারের বারাউনি তেল শোধনাগারের উৎপাদন ক্ষমতা কেন বাড়ছে না, সেটা জানতে চান। হলদিয়া থেকে জগদীশপুর পর্যন্ত প্রস্তাবিত পাইপ লাইন পাতার কাজ কত দূর এগিয়েছে, সেই ব্যাপারেও খোঁজখবর নেন।

English summary
No price hike for LPG cylinders, clarifies Union Petroleum Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X