For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধী জয়ন্তীতে ট্রেন সফরে খাদ্য তালিকায় থাকবে না আমিষ! কোন পদক্ষেপ রেলবোর্ডের

২ রা অক্টোবর আপনি কি ট্রেন সফরে কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবছেন? আর বাঙালির বেড়ানো মানেই ভুরিভোজ। ট্রেনে জানলার ধারে বসে 'চিকেন লেগপিস' চিবানোর মজাই আলাদা!

  • |
Google Oneindia Bengali News

২ রা অক্টোবর আপনি কি ট্রেন সফরে কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবছেন? আর বাঙালির বেড়ানো মানেই ভুরিভোজ। ট্রেনে জানলার ধারে বসে 'চিকেন লেগপিস' চিবানোর মজাই আলাদা! কিন্তু ২ রা অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন সেই সুখ থেকে বঞ্চিক হতে পারেন , যদি আপনি রেলের ক্যাটারিং সার্ভিসের খাবারের ওপর নির্ভর করেন। রেল সূত্রের খবর, গান্ধী জয়ন্তীর দিন সারা ভারতের সমস্ত ট্রেনে নিরামিষ খাবার পরিবেশন করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গান্ধী জয়ন্তীতে ট্রেন সফরে খাদ্য তালিকায় থাকবে না আমিষ! কোন পদক্ষেপ রেলবোর্ডের

সূত্রের খবর, ভারতীয় রেল গান্ধী জয়ন্তীর দিনটিকে নিরামিষভোজী দিবস হিসাবে পালন করতে চলেছে। শুধু এবছর নয়। আগামী ৩ বছর ২ রা অক্টোবরের জন্য এই নিয়ম লাগু থাকবে বলে পদক্ষপে নিচ্ছে রেল বোর্ড। এবিষয়ের আর্জি ইতিমধ্যেই কেন্দ্রের কাছে জানিয়ে দিয়েছে রেল বোর্ড। আগামী বছর গান্ধী জয়ন্তীর ১৫০ বছর পূর্তী । আর সেই উপলক্ষ্যে এই নয়া পদক্ষেপের পথে এগিয়ে চলেছে কেন্দ্র।

উল্লেখ্য, সেই দিন স্বচ্ছতা এক্সপ্রেস নামের একটি ট্রেন গুজরাতের সবরমতী থেকে ছাড়বে। ছুঁয়ে যাবে মহত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত একাধিক স্টেশন। এছাড়াও আগামী বছর মহত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশে ১২ মার্চ একটি নতুন ট্রেনের উদ্বোধন হবে। ১২ মার্চ ডান্ডি অভিযানকে স্মরণ করে বিশেষ নমক রেল চালু করা হবে। ট্রেনটিতে মহত্মা গান্ধীর বেশ কিছু উল্লেখযোগ্য ছবি চিত্রায়িত থাকবে। এছাড়াও গান্ধীজির সম্রণে রেল বিশেষ স্ট্যাম্পও প্রকাশ করবে বলে খবর। তবে আপাতত অপেক্ষা ২ রা অক্টোবর রেলে নিরামিষ পদ পরিবেশন নিয়ে কেন্দ্রের সম্মতির। তারপরই বিষয়টি নিশ্চিত করতে পারবেন রেল।

English summary
No non-veg food on October 2 in trains, Railway Board proposes to govt.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X