For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউ ইয়ার পার্টি নয়, বেঙ্গালুরুতেও জারি করা হল ১৪৪ ধারা

নিউ ইয়ার পার্টি নয়, বেঙ্গালুরুতেও জারি করা হল ১৪৪ ধারা

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের পর এবার বেঙ্গালুরু শহর। শহরের পুলিশ ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১৪৪ ধারা জারি করবে গোটা শহরে, যা চলবে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত। মহামারির কারণে জনবহুল এলাকাগুলিতে ভিড় নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গে দেশে বর্তমান করোনা ভাইরাসের পাশাপাশি ব্রিটেনের নয়া স্ট্রেন নতুনভাবে উদ্বেগের সৃষ্টি করেছে।

নিউ ইয়ার পার্টি নয়, বেঙ্গালুরুতেও জারি করা হল ১৪৪ ধারা


রাত ১১টার পর নিউ ইয়ার ইভে পার্টিও করা যাবে না বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। নববর্ষের প্রাক্কালে বেঙ্গালুরুর সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে প্রচুর মানুষের জমায়েত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই পুলিশ আগেভাগেই ৩১ জানুয়ারি রাত ৮টা থেকে ১ জানুয়ারি ভোর ছ’‌টা পর্যন্ত সিবিডি রোডে যান চলাচল নিষিদ্ধ করে দিয়েছে। এমজি রোড, ব্রিগেড রোড, চার্চ রোড, মিউজিয়াম রোড, রেসিডেন্সি রোড ও রেস্ট হাউস রোডে জরুরি পরি্যেবার যান ছাড়া যে কোনও ধরনের যানের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। প্রসঙ্গত, মুম্বইতেও ৩১ ডিসেম্বর কোনও নিউ ইয়ার পার্টি হবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ এবং মহারাষ্ট্রেও কড়া নিষেধাজ্ঞা জারি থাকবে।

এ ছাড়া ইন্দিরানগর ও কোরামঙ্গলা সহ সিবিডি অঞ্চলে পাব এবং রেস্তোরাঁগুলিতে প্রবেশের অনুমতি কেবল পাস বা কুপনের মাধ্যমেই দেওয়া যেতে পারে। যাঁরা পার্টি করতে বেরোবেন তাঁদের ক্ষেত্রে পুলিশকে পাস দেখিয়ে তবেই এই জায়গায় হাঁটার অনুমতি রয়েছে। ১৪৪ ধারা জারির অর্থ হল মানুষের জমায়েত হবে না। রাত ১১টার পর কোনও কিছু খোলা রাখা চলবে না। পুলিশের যুগ্ম কমিশনার বিআর রবিকান্ত গৌড়া বলেন, '‌৬৬৮টি জায়গায় ট্রাফিক পুলিশ মদ্যপ চালকদের পরীক্ষা করবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা করা হবে ও তাদের গাড়ি বাজেয়াপ্ত হবে। আইন লঙ্ঘনকারীদের লাইসেন্সও বাতিল করে দেওয়া হবে। অসামাজিক কাজকর্ম রুখতে ও মানুষকে তল্লাশি করার জন্য পুলিশ ১৯১টি জায়গায় '‌নাকা বন্দি’‌ করেছে। গৌড়া জানিয়েছেন যে শ্বাস–প্রশ্বাস পরীক্ষার জন্য কোভিড–১৯ কোনও অজুহাত হবে না। চাক মদ্যপ রয়েছেন কিনা তার যথাযথ পরীক্ষা হবে। এটা পথ দুর্ঘটনা কমানোর একটি উদ্যোগ।

শান্তনুর মানভঞ্জন কোন সমীকরণে? মতুয়া ভোট ধরে রাখতে দিলীপ ঘোষের 'ভাঙন' চালশান্তনুর মানভঞ্জন কোন সমীকরণে? মতুয়া ভোট ধরে রাখতে দিলীপ ঘোষের 'ভাঙন' চাল

English summary
no new year party 144 section imposed in bengaluru city
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X