For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংক্রমণে জেরবার দেশে এবার থমকে যেতে চলেছে কেন্দ্রীয় প্রকল্প, করোনা বাড়তেই কী ঘোষণা করলেন নির্মলা?

Google Oneindia Bengali News

দেশে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। শুক্রবার একদিনেই প্রায় ১০ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলে করোনা সংক্রমণের নতুন কেসের সংখ্যা। দেশে মোট করোনা কেস দাঁড়িয়েছে ২ লক্ষ ২৬ হাজারে। এই পরিস্থিতিতে আনলক ১ শুরু হলেও তা কতটা ফলপ্রশু হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এহেন পরিস্থিতিতে বড় ঘোষণা করা হল কেন্দ্রের তরফে।

নতুন সরকারি প্রকল্পের উদ্যোগ নেওয়া হবে না

নতুন সরকারি প্রকল্পের উদ্যোগ নেওয়া হবে না

এদিন কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে করোনা সঙ্কটের কারণে চলতি বছরে কোনও নতুন সরকারি প্রকল্পের উদ্যোগ নেওয়া হবে না। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশিকা পাঠিয়ে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। নির্দেশ দেওয়া হয়েছে যে, নতুন কোনও প্রকল্পের জন্যে যেন তারা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে যেন সুপারিশ করা বন্ধ করে।

২৫ মার্চ থেকে টানা লকডাউন

২৫ মার্চ থেকে টানা লকডাউন

২৫ মার্চ থেকে টানা লকডাউন চালিয়েও কোভিড- ১৯ সংক্রমণকে রোখা যায়নি। এই পরিস্থিতিতে আপাতত করোনা সঙ্কটের মোকাবিলাই প্রধান লক্ষ্য, তাই নতুন করে আর সরকারি কোনও প্রকল্পের ঘোষণা করার কথা ভাবা হচ্ছে না, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বাজেটের আওতায় থাকা অনুমোদিত প্রকল্পগুলিকেও স্থগিত রাখা হয়েছে

বাজেটের আওতায় থাকা অনুমোদিত প্রকল্পগুলিকেও স্থগিত রাখা হয়েছে

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবং আত্মনির্ভর ভারতের নীতিমালার আওতায় যে যে ঘোষণাগুলি করা হয়েছে সেগুলির জন্য বরাদ্দ অর্থ দেওয়া হবে। এমনকী বাজেটের আওতায় থাকা অনুমোদিত প্রকল্পগুলিকেও আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হল বলে জানিয়েছে অর্থমন্ত্রক। তবে একথাও বলা হয়েছে যে, এই অবস্থানের থেকে ব্যতিক্রমী কোনও পদক্ষেপ নিতে হলে তার অনুমোদন নিতে হবে সরকারের থেকে।

অর্থমন্ত্রকের বক্তব্য

অর্থমন্ত্রকের বক্তব্য

অর্থমন্ত্রকের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'কোভিড -১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে এখন টাকার খুবই প্রয়োজন। এই পরিবর্তিত পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে সেই সংস্থানগুলি করার দিকেই জোর দেওয়ার প্রয়োজন রয়েছে।'

<strong>চিনকে লাদাখ নিয়ে জবাব দিতে তৈরি ভারত! শনিবারের বৈঠকে কে করবেন ভারতের প্রতিনিধিত্ব? জানুন বিস্তারিত</strong>চিনকে লাদাখ নিয়ে জবাব দিতে তৈরি ভারত! শনিবারের বৈঠকে কে করবেন ভারতের প্রতিনিধিত্ব? জানুন বিস্তারিত

English summary
no new central gov project or schemes for this year aid coronavirus outbreak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X