For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সশরীরে আদালতে হাজিরা দিতে হবে না গান্ধীদের, নির্দেশ দিল্লি হাই কোর্টের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রাহুল
নয়াদিল্লি, ৬ অগস্ট: আপাতত স্বস্তি পেলেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের সশরীরে হাজিরা দিতে হচ্ছে না পাটিয়ালা হাউস কোর্টে। ন্যাশনাল হেরাল্ড মামলায় এ দিন এই মর্মে নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট।

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর রুজু করা একটি মামলার পরিপ্রেক্ষিতে জুন মাসে তাদের সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল পাটিয়ালা হাউস কোর্ট।

কেন এই সমন?

তখন ১৯৩৮ সাল। দেশের স্বাধীনতা আন্দোলন তুঙ্গে। জওহরলাল নেহরু উপলব্ধি করলেন, একটি সংবাদপত্র থাকা দরকার, যারা দেশের মানুষের কথা তুলে ধরবে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কথা বলবে। সেই ভাবনা থেকে জন্ম নেয় 'দ্য ন্যাশনাল হেরাল্ড'। এই খবরের কাগজটি সুষ্ঠুভাবে চালাতে একটি প্রকাশনা সংস্থাও গঠন করা হয়, যার নাম ছিল 'অ্যাসোসিয়েটেড জার্নালস' এবং এটি ছিল একটি পাবলিক লিমিটেড কোম্পানি। ২০০৮ সালে অর্থের অভাবে 'দ্য ন্যাশনাল হেরাল্ড' এবং 'অ্যাসোসিয়েটেড জার্নালস', দু'টিই বন্ধ হয়ে যায়।

এ বার ঘটনা নাটকীয় মোড় নেয়! ২০১০ সালের নভেম্বরে গান্ধী পরিবারের আনুকূল্যে তৈরি হয় একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। 'ইয়ং ইন্ডিয়ান্স' নামের ওই কোম্পানির ৭৬ শতাংশ শেয়ার হল সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর। তাঁরা বন্ধ হয়ে যাওয়া 'অ্যাসোসিয়েটেড জার্নালস' অধিগ্রহণ করতে উদ্যোগী হয়ে ওঠেন। কংগ্রেসের দলীয় তহবিল থেকে ৯০ কোটি টাকা নেওয়া হয়। সেই টাকা দিয়ে বন্ধ হয়ে যাওয়া কোম্পানির শেয়ার গোপনে কিনে তার মালিকানা নেয় গান্ধীদের ওই নবগঠিত কোম্পানিটি। এক্ষেত্রে নির্দিষ্ট আইন অনুসরণ করা হয়নি।

সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ, গান্ধী পরিবারের মূল উদ্দেশ্য ছিল দিল্লি ও উত্তরপ্রদেশে 'দ্য ন্যাশনাল হেরাল্ড'-এর নামে যে বিপুল সম্পত্তি আছে, তা হস্তগত করা, যার বাজারদর বর্তমানে ১৬০০ কোটি টাকা!

এই মামলাতেই ৭ অগস্ট গান্ধীদের হাজির হতে নির্দেশ দিয়েছিল আদালত। গত ১ অগস্ট এই নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় দিল্লি হাই কোর্ট। ৫ অগস্ট পর্যন্ত স্থগিতাদেশ ছিল। শেষে আজ তাঁদের হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হল।

English summary
No need for Gandhis to be present in court physically, says Delhi HC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X