For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাগবে না মন্ত্রী সম সুযোগ-সুবিধা, রাজ্যজোড়া বিতর্কের মাঝেই স্পষ্ট বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

লাগবে না মন্ত্রী সম সুযোগ-সুবিধা, রাজ্যজোড়া বিতর্কের মাঝেই স্পষ্ট বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

টালমাটাল রাজনৈতিক দোলাচলের পর অবশেষে ফিরেছে স্থিতাবস্থা। ইয়েদুরাপ্পার পর ইতিমধ্যেই সর্বোসম্মতি ক্রমে কর্নাটকের মসনদে বসেছেন বাসবরাজ বোম্মাইয়া। বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তাঁর নাম প্রস্তাব করেন খোদ বিএস ইয়েদুরাপ্পা। এবার সেই ইয়েদুরাপ্পাকেই মন্ত্রী দরের সুবিধা দিতে চেয়েছে কর্নাটক সরকার। যদিও তাতে এবার সাফ না করেছেন খোদ ইয়েদুরাপ্পা।

লাগবে না মন্ত্রী সম সুযোগ-সুবিধা, রাজ্যজোড়া বিতর্কের মাঝেই স্পষ্ট বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

এদিকে শনিবার, কর্ণাটক সরকারের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (ডিপিএআর) একটি নির্দেশিকা জারি করে তাদের নয়া সিদ্ধান্তদের কথা জানায়। তাতেই বলা হয় এখন থেকে মন্ত্রিসভার পদমর্যাদার মন্ত্রীদের সমান সরকারি সুযোগ-সুবিধা পাবেন বিএস ইয়েদুরাপ্পা। বেতন, সরকারি গাড়ি, সরকারি বাসস্থান সব আগের মতো থাকবে বলে জানানো হয়। বাসবরাজ বোম্মাইয়া যতদন মুখ্যমন্ত্রীর পদে আসীন থাকবেন ততদিন ইয়েদুরাপ্পা এই সুবিধা পাবে বলে জানানো হয়।

যদিও এই সিদ্ধান্তের পর ফের নতুন বিতর্ক মাথাচাড়া দেয় কর্নাটকের রাজনৈতিক মহলে। প্রশ্ন ওঠে সিদ্ধান্তের পিছনে আসল যুক্তি নিয়েও। আর তাতেই মনক্ষুণ্ণ হয়েছে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।এমনটাই মত ওয়াকিবহাল মহলের। সূত্রের খবর, রবিবারই নিজস্ব সিদ্ধান্তের কথা জানান বিএস। আর তাতেই তিনি বাড়তি কোনো সুযোগ সুবিধা নেবেন না বলে সাফ জানিয়েছেন। এমনকী কর্নাটক সরকারের কাছে তাদের নির্দেশিকা তুলে নেওয়ার জন্যও অনুরোধ করেছেন বলে জানা যাচ্ছে।

ইয়েদুরাপ্পার স্পষ্ট কথা, তিনি শুধুই সেই সমস্ত সুযোগ সুবিধাই নেবেন যা একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী নিয়ে থাকেন। বাড়তি কোনও সুযোগ তাঁর লাগবে না। এদিকে ইয়েদুরাপ্পা বর্তমানে শিকারীপুরা আসনের বিধায়ক ছাড়া অন্য কোনও সরকারি পদের দায়িত্বে নেই। আর এখানেই প্রশ্ন উঠছিল একজন এমএলএ হয়ে কি করে মুখ্যমন্ত্রীর যাবতীয় সুযোগ-সুবিধা নিতে পারেন তিনি?

English summary
no need for any cabinet rank facilities clear message from former chief minister in the midst of state wide controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X