For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কথায় কথায় মোদীর মুণ্ডপাত আর নয়, কেন দলীয় কর্মীদের এই নির্দেশ শিবসেনা প্রধানের

একজন ব্যক্তি সব ভুলের জন্য দায়ী হতে পারে না, তাই কথায় কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করার কোনও যুক্তি নেই, বললেন শিবসেনা প্রধান

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

একজন ব্যক্তি সব ভুলের জন্য দায়ী হতে পারে না, তাই কথায় কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করার কোনও যুক্তি নেই। মুম্বইয়ে রবিবার দলীয় কর্মীদের এমনই নির্দেশ দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তবে বিজেপিকে তোপ দাগতে ছাড়লেন না তিনি। সাফ জানিয়ে দিলেন, অপরকে দেশভক্তি না শিখিয়ে বিজেপি আগে নিজেদের হিন্দুত্বের সংজ্ঞা ঠিক করুক।

কথায় কথায় মোদীর মুণ্ডপাত আর নয়, কেন দলীয় কর্মীদের এই নির্দেশ শিবসেনা প্রধানের

বিজেপির একসময়ের সঙ্গী শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে এদিন বলেন, নোট বাতিলের সময়েই এমন একটা পরিবেশের সৃষ্টি করা হয়েছে, যাতে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করলেই দেশভক্ত আর বিরোধিতা করলেই দেশদ্রোহী। তাহলে যারা নোট বদল করতে গিয়ে ব্য়াঙ্কের লাইনে দাঁড়িয়ে মারা গেলেন, তারা কে। শিবসেনা প্রধান বলেন, যে সময়ে হিন্দুত্ব নিয়ে আলোচনা করতে মানুষ ভয় পেত, তখন আমরা হিন্দুত্ববাদের ভিত্তিতেই বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলাম। আজ যদি তাদের মনে হয় যে আমাদের প্রয়োজন ফুরিয়েছে, আমরা আমাদের রাস্তা নিজেই ঠিক করে নেব। কিন্তু বিজেপিকে আগে জানাতে হবে তাদের কাছে হিন্দুত্ববাদের সংজ্ঞাটা ঠিক কী।

এদিন গো-হত্যা নিয়েও মুখ খুলেছেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, গো- হত্যা বন্ধকে শিবসেনাও সমর্থন করে। কিন্তু বিজেপি যে কী করতে চায় তা তারা নিজেরাই জানে না। একদিকে কেন্দ্রীয় সরকার গো- হত্য়া বন্ধ করতে চাইছে, অপরদিকে বিজেপিরই দুই সদস্য মনোহর পার্রিকর ও কে জে আলফোন্স প্রকাশ্যে তার বিরোধিতা করছেন।

শনিবার এমএনএস -এর পর রবিবার শিবসেনাও প্রধানমন্ত্রীর স্বপ্নের বুলেট ট্রেনের বিরোধিতা করেছেন। তিনি বলেন, এদেশে বুলেট ট্রেন কেউ চায় না, রেলের ভেঙে পড়া পরিকাঠামো আগে ঠিক করুক কেন্দ্রীয় সরকার। জিএসটি নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, জিএসটির সৌজন্যে আজ পাকিস্তানেও পেট্রোলের দাম ভারতের থেকে কম।

তবে একটি বিষয় আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে একমত তিনি। তা হল রোহিঙ্গা ইস্যু। এদিন মোহন ভাগবতের সুরেই ঠাকরে বলেন, এখানে মানবিকতার কচকচানি আউড়ে কোনও লাভ নেই। রোহিঙ্গাদের বাড়তি বোঝা কেন নিতে যাবে ভারত, তাদের এখান থেকে ফেরত পাঠানোই উচিত হবে।

[আরও পড়ুন: [আরও পড়ুন: "ভারতীয় রেল থাকতে পাকিস্তানি জঙ্গিদের কী প্রয়োজন", রেলকে তুলোধোনা এমএনএস-এর]

English summary
No point in targeting one man for overall messes, Shivsena Supremo Uddhav Thakray asks party workers to stop blaming Modi everytime.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X