For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন এই প্রযুক্তির ফলে আর দাঁড়াতে হবে না টোল প্লাজায়, জেনে নিন কী এই ফাস্ট্যাগ!

Google Oneindia Bengali News

চলতি বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে জাতীয় সড়কের টোল প্লাজ়ার সমস্ত রাস্তাকে ফাস্ট্যাগ লেন হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছে জাতীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক৷ প্রথমে এটি ১ ডিসেম্বর করার কথা থাকলেও তারিখ পরে পিছিয়ে ১৫ ডিসেম্বর করা হয়৷ টোল প্লাজাগুলিতে যানজট দূর করতে ও নগদহীন টাকা প্রদানের মাধ্যমে দেশব্যাপী বৈদ্যুতিন টোল সংগ্রহ পরিষেবা শুরু করতেই এই ফাস্ট্যাগ৷

উইন্ড স্ক্রিনে থাকবে ফাস্ট্যাগ স্টিকার

উইন্ড স্ক্রিনে থাকবে ফাস্ট্যাগ স্টিকার

গাড়ির উইন্ড স্ক্রিনে ফাস্ট্যাগ স্টিকার সাঁটা থাকলে সেটির কিউআর কোড স্ক্যান করে অনলাইনে টোল বাবদ টাকা কেটে নেওয়া হবে৷ ফলে নগদে লেনদেন হবে না। এর জেরে সময় বাঁচবে ও যানজট কমবে টোল প্লাজ়াগুলিতে৷ ফাস্ট-ট্যাগ স্টিকারগুলি প্রিপেইড রিচার্জ করতে হবে গাড়ির মালিকদের৷ রিচার্জ করার ক্ষেত্রে ইউপিআই সুবিধা নেওয়া যাবে। গাড়ির মালিকরা ১০ শতাংশ ক্যাশব্যাকও পেতে পারেন৷

কতদিন মেয়াদ একটি ফাস্ট্যাগের?

কতদিন মেয়াদ একটি ফাস্ট্যাগের?

একটি ফাস্ট্যাগের মেয়াদ পাঁচ বছর। প্রয়োজনমতো প্রিপেইড রিচার্জ করলেই অনলাইনে টোল দিতে পারবেন চালকরা। তবে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়িগুলি এই ট্যাগের আওতার বাইরে রাখা হচ্ছে। ট্যাগ নির্দিষ্ট সময় অন্তর পুনর্নবীকরণ প্রয়োজন। পুনর্নবীকরণের সময়সীমা এক বছর।

কী করে করবেন রিচার্জ?

কী করে করবেন রিচার্জ?

ব্যক্তিগত ও বাণিজ্যিক দুই ধরনের গাড়িতেই এবার থেকে লাগাতে হবে এই ট্যাগ৷ অন্যথায় জরিমানা হবে৷ ফাস্ট্যাগের স্টিকারে থাকবে রেডিয়ো ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজি৷ এর সঙ্গে যুক্ত প্রিপেইড অ্যাকাউন্ট থেকে সরাসরি টোল কর দেওয়া যাবে৷ এর সাহায্যে খুব সহজেই অনলাইনে টাকা দিয়ে প্লাজাগুলি পেরোতে পারবেন সকলে৷ যদি ফাস্ট্যাগ সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে তাহলে ব্যালান্স কমে যাবার পর স্বয়ংক্রিয় ভাবে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। একবার টোল পার হলে, গাড়ির মালিক টাকা কেটে নেবার এসএমএস পাবেন।

কোথায় কিনতে পাবেন এই ফাস্ট্যাগ?

কোথায় কিনতে পাবেন এই ফাস্ট্যাগ?

নয়া ব্যবস্থায় এনইটিসি-র আওতায় থাকা জাতীয় সড়কগুলিতে আরএফআইডি-নির্ভর ফাস্ট্যাগ মারফত টোল আদায় করা হবে। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া অনলাইনে ফাস্ট্যাগ বিক্রির জন্য অ্যামাজনের সঙ্গে চুক্তি করেছে। এছাড়া টোলপ্লাজাগুলিতেও বিক্রি করা হচ্ছে এই স্টিকার। এই নয়া ব্যবস্থা মসৃণ ভাবে যাতে চালু করা যায় তারজন্য প্রয়োজনীয় পদ্ধতি অবলম্বন করা হচ্ছে৷ গাড়ির মালিকদের ফাস্ট্যাগ ব্যবহার করার জন্যও সচেতন এবং উৎসাহিত করা হচ্ছে।

English summary
no more long cues in toll plazas of national highwayshow does Fastag works
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X