For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর জনতা দরবার নয়, ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি: আর জনতা দরবার নয়। যে কোনও অভাব-অভিযোগ জানাতে হবে অনলাইনে বা ফোনে। সোমবার এই নতুন সিদ্ধান্তের কথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ক্ষমতায় এসে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন, তিনি জনতার সঙ্গে মুখোমুখি কথা বলে সমস্যার সমাধান করতে চান। তাই চালু করেন জনতা দরবার। কিন্তু, গত শনিবার তাঁর জনতা দরবারে বিপুল বিশৃঙ্খলা হয়। ওয়াকিবহাল মহলের ধারণা, এর জেরে জনতা দরবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেজরিওয়াল।

এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান, "আমরা একটা ব্যবস্থা গড়ে তুলতে চাইছি, যেখানে মানুষ অনলাইনে তাঁদের ক্ষোভ জানাতে পারবেন। আর যাঁরা অনলাইনে সেটা পারবেন না, তাঁদের জন্য থাকবে কল সেন্টার। ডাক মারফত চিঠি পাঠিয়েও মানুষ সমস্যার কথা জানাতে পারেন।" তিনি বলেন, সপ্তাহে একদিন মানুষের মুখোমুখি হতে তাঁর আপত্তি নেই। কিন্তু, সেখানে কোনও অভাব-অভিযোগ শোনা হবে না। শুধু সৌজন্য বিনিময় হবে।

প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের এই সিদ্ধান্তে হাঁফ ছেড়ে বেঁচেছে পুলিশ। কারণ এর ফলে নিরাপত্তা নিয়ে আর তাদের তটস্থ থাকতে হবে না।

English summary
No more janata darbar, says Arvind Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X