For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার আশঙ্কাই কি সত্যি হল! এক্সিট পোল-এর পর মায়াবতী-সোনিয়া বৈঠক ঘিরে কী জানা যাচ্ছে

১৯ মে-র রবিবাসরীয় রাত যেন বিরোধী শিবিরের কাছে বড়সড় ধাক্কার শামিল ছিল। সপ্তম দফার ভোট মিটতেই এক্সিট পোলের ফলাফল সামনে আসতে থাকে।

  • |
Google Oneindia Bengali News

১৯ মে-র রবিবাসরীয় রাত যেন বিরোধী শিবিরের কাছে বড়সড় ধাক্কার শামিল ছিল। সপ্তম দফার ভোট মিটতেই এক্সিট পোলের ফলাফল সামনে আসতে থাকে। সাফ দেখা যায়, ২০১৯ লোকসভা নির্বাচনে মোদী সরকারই আবার আসতে পারে। যদিও ভারতের রাজনৈতিক ইতিহাসে বহুবারই ডাহা ফেল করেছে এই বুথ ফেরত সমীক্ষা। এদিকে, বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ তুলেছিলেন।

মমতার আশঙ্কা

মমতার আশঙ্কা


মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় জানান, এই বুথ ফেরত সমীক্ষা কেবলমাত্র বিজেপির চক্রান্ত। তিনি স্পষ্ট ইঙ্গিতে এক টিভি চ্যানেলকে জানিয়ে দেন, বিরোধীদের মনোবল নষ্ট করে দিয়ে , জোটের সম্ভাবনাকে আটকাতেই বিজেপি এভাবে বুথ ফেরত সমীক্ষার ফলাফল দেওয়াচ্ছে বিভিন্ন সংস্থার মাধ্যমে।

মায়া-সোনিয়া জোট বৈঠক ভেস্তে গেল!

মায়া-সোনিয়া জোট বৈঠক ভেস্তে গেল!

ভোটের পর এদিন বিএসপি ও কংগ্রেসের মধ্যে বৈঠকের কথা শোনা যাচ্ছিল। তবে উত্তরপ্রদেশের বহেনজি মায়াবতীর পার্টি বিএসপি জানিয়ে দেয় এরকম কোনও বৈঠকের সম্ভাবনাই নেই। বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ্যে আসার পর মায়াবতীর এমন পদক্ষেপ নিঃসন্দেহে প্রাসঙ্গিক। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কার পর এই বৈঠক ভেস্তে যাওয়ার বিষয়টিও নজর কাড়ছে।

[আরও পড়ুন: বুথ ফেরত সমীক্ষা! ৩ গুরুত্বপূর্ণ রাজ্যের সম্ভাব্য ফল বিজেপির 'চাহিদা' মতোই][আরও পড়ুন: বুথ ফেরত সমীক্ষা! ৩ গুরুত্বপূর্ণ রাজ্যের সম্ভাব্য ফল বিজেপির 'চাহিদা' মতোই]

জোট ও চন্দ্রবাবুর পদক্ষেপ

জোট ও চন্দ্রবাবুর পদক্ষেপ

এদিকে, অন্ধ্রপ্রদেশ থেকে দিল্লি ছুটে এসে সপ্তম দফার ভোট শেষের আগেই জাতীয়স্তরের একাধিক নেতা নেত্রীর সঙ্গে বৈঠক করে বিরোধী দূর্গ পোক্ত করার চেষ্টা করেছিলেন চন্দ্রবাবু নাইডু। সেই দূর্গে
মায়াবতীও প্রবেশ করতে যাচ্ছিলেন বলে সূত্রের দাবি। তবে শেষ মুহূর্তে তা ভেস্তে গেল, বলে মত অনেকের।

[আরও পড়ুন: বুথ ফেরত সমীক্ষা! সম্ভাব্য ফল নিয়ে তাল কাটল বিরোধী শিবিরে][আরও পড়ুন: বুথ ফেরত সমীক্ষা! সম্ভাব্য ফল নিয়ে তাল কাটল বিরোধী শিবিরে]

English summary
No Meetings Scheduled Between Mayawati, Sonia And Rahul in Delhi Today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X